বিদ্যুতে চুরির অভিযোগ পেয়ে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ আগস্ট ২০১৮, ২০:১৬

বিদ্যুৎ সংযোগ ও বিদ্যুৎ চুরি রোধে দায়িত্বের অবহেলার অভিযোগ ওঠেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) বিরুদ্ধে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযোগ কেন্দ্রে (১০৬) এমন অভিযোগ আসার পর ডিপিডিসির রমনার এনওসিএস অফিসে অভিযান চালায় দুদক।

বুধবার দুদকের সহকারী পরিচালক মো. খায়রুল হকের নেতৃত্বে পুলিশসহ পাঁচ সদস্যের একটি দল ডিটিডিসির ওই অফিসে অভিযান পরিচালনা করেছে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য। তিনি জানান, এসময় দুদক দল অফিসের বিদ্যুৎ সংযোগ প্রদান এবং বিদ্যুৎ চুরিরোধ সংক্রান্ত ঘটনার পর্যবেক্ষণ করে।

প্রণব বলেন, ওই অফিসে কতগুলো সংযোগের আবেদন পেন্ডিং রয়েছে, সোলার প্যানেল ইন্সটলেশন নিশ্চিত করেই সংযোগ দেয়া হচ্ছে কি না, বকেয়া বিল আদায়ের তথ্যাদি, বিদ্যুৎ চুরি বন্ধে নিয়মিত অভিযান চলছে কি না ইত্যাদি পর্যালোচনা করে দুদক টিম।

দুদক দলের সরেজমিন প্রতিবেদনে জানানো হয়, ২০১৯ সালের মধ্যেই সব সংযোগে প্রিপেইড মিটার প্রদানের বিষয়ে নির্দেশনা থাকলেও ডিপিডিসি, রমনা অফিস হতে আজ পর্যন্ত কোনো প্রিপেইড মিটার সংযুক্ত করা হয়নি।

এসময় দুদক দল বিদ্যুৎ সেবা প্রদানে সুশাসন নিশ্চিতকরণ ও সেবা প্রার্থীদের ভোগান্তি দূর করার জন্য নির্বাহী প্রকৌশলী মোহসিন আব্দুল্লাহকে পরামর্শ দেন।

অ্যানফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ‘বিদ্যুৎ সেক্টর সেবাখাত, এই খাতে শুদ্ধতা ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে দুদক নিরলসভাবে কাজ করছে।’

(ঢাকাটাইমস/০৮আগস্ট/এএকে/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্রের মূলহোতা গ্রেপ্তার, বিপুল কনটেন্ট জব্দ

এফডিসিতে সাংবাদিকদের উপর হামলা: ১১ সদস্যের তদন্ত কমিটি

স্ত্রীসহ নিজেকে নির্দোষ দাবি করে ডিবিতে যা বলেছেন কারিগরি বোর্ডের চেয়ারম্যান

শেরপুরের ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

খেলনার প্যাকেটে আমেরিকা থেকে এসেছে কোটি টাকার গাঁজার চকলেট-কেক

সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে দুদক

উপবৃত্তির টাকা দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ৮

সনদ জালিয়াতি: কারিগরি বোর্ডের ওএসডি চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ডিবি

বুথ ভেঙে নিরাপত্তাকর্মীকে হত্যা, বেরিয়ে এল রহস্য

জাল সার্টিফিকেট: প্রয়োজনে কারিগরি বোর্ডের চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :