বাকপ্রতিবন্ধী শাওনের সন্ধান চায় পরিবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ আগস্ট ২০১৮, ২১:৫৪

রাজধানীর লালবাগ থেকে নিখোঁজ শাওন নামের বাকপ্রতিবন্ধী ১৯ বছরের এক যুবকের সন্ধান পাওয়া যাচ্ছে না। প্রায় ১১ মাস ধরে তিনি নিখোঁজ। তাকে খুঁজে বেড়াচ্ছে পরিবার।

২০১৭ সালের ৭ সেপ্টেম্বর সকাল নয়টার দিকে ঘর থেকে বেরিয়ে আর ফিরেননি শাওন। অনেক খোঁজাখুঁজিও করেও তার সন্ধান পায়নি পরিবার।

এই ঘটনায় গত বছরের ১৭ নভেম্বর লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন শাওনের বাবা নজরুল ইসলাম বাবু। লালবাগ থানার জিডি নম্বর ৯৮৭। সাধারণ ডায়েরিটির তদন্ত করেছিলেন ওই থানার উপপরিদর্শক আবু জাফর।

ওই পুলিশ কর্মকর্তা ঢাকাটাইমসকে বলেন, ছেলেটি মাঝেমধ্যে ঘর থেকে চলে যেত, আবার ফিরেও আসত। শুনেছি মাজারে মাজারে থাকত। একবারতো তিন বছর পর ফিরে এসেছিল। জিডি করার পরে আমাদের সাধ্যমত চেষ্টা করেছি। কিন্তু কোনো সন্ধান পাইনি।

দুই ভাইয়ের মধ্যে শাওন ছোট। বড় ভাই রাব্বি বঙ্গবাজারে একটি কাপড়ের দোকানে কাজ করেন।

শাওনের বাবার নজরুল ইসলাম বাবুর সবার কাছে অনুরোধ করেছেন কোথাও তার ছেলের সন্ধান পেলে তাকে জানাতে। তার মোবাইল নম্বরে অথবা লালবাগের আরএনডি রোডে ৪০/এ/৩ নম্বর বাসায় যোগাযোগ করতে বলেছেন। শাওনের বাবার মোবাইল নম্বর- ০১৬৭৯১০০০১৫।

(ঢাকাটাইমস/০৮আগস্ট/এএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :