মাদ্রাসা সুপারকে ‘মারধর’, আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ আগস্ট ২০১৮, ২৩:৩২

নড়াইলের কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক মল্লিক মানিরুল ইসলামের বিরুদ্ধে স্থানীয় বড়নাল দাখিল মাদরাসার সুপার শফিকুল ইসলামকে ব্যাপক মারধরের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় বুধবার দুপুরে শফিকুল ইসলাম বাদী হয়ে কালিয়া থানায় মানিরুলসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন।

মামলায় বলা হয়, আগের রাত সাড়ে নয়টার দিকে মাদ্রাসা পরিচালনা কমিটি বাতিলের দাবিতে ইলিয়াছাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মানিরুলসহ আরও পাঁচ-ছয়জন মাদ্রসা শিক্ষক শফিকুলকে মাদ্রাসার অফিস কক্ষে ব্যাপক মারধর করে পোশাক ছিড়ে ফেলে।

সুপারের অভিযোগ, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে কালিয়া ইউএনওর নাম বাদ দিয়ে তার নাম প্রতিস্থাপন করার চেষ্টা করেন মনিরুল।

খবর পেয়ে রাত দুইটার দিকে ঘটনাস্থলে ছুটে যান নড়াইলের পুলিশ সুপার জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামসহ পুলিশ কর্মকর্তারা।

মামলার দিন সকালে মানিরুলসহ দোষীদের যথাযথ বিচার দাবিতে ক্লাস বর্জন করে মাদ্রাসা চত্বরে বিক্ষোভ করেন অভিভাবক ও শিক্ষার্থীরা।

মাদ্রাসা সুপার শফিকুল ইসলাম বলেন, ‘মারধরের বিষয়টি ধামাচাপা দিতে মানিরুলসহ অভিযুক্তরা কাউকে না বলার জন্য জোর করে আমার কাছ থেকে অঙ্গীকার আদায় করে নেন।’

‘গত ২ আগস্ট কালিয়া উপজেলা ইউএনওকে সভাপতি করে বড়নাল দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটি গঠন করা হয়। কিন্তু মানিরুল ইসলাম বিষয়টি মেনে নিতে পারেননি। এরপর থেকে তিনি আমাকে বিভিন্ন হুমকি দিয়ে আসছিলেন। তাকে সভাপতি করতে হবে বলে অব্যাহত চাপ দিতে থাকেন।’

‘এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার দুপুরে, পরে রাত সাড়ে নয়টার দিকে মানিরুলসহ তার লোকজন মাদ্রাসায় এসে রেজুলেশন খাতা পরিবর্তন করে তাকে সভাপতি করতে চাপ দেয়।’

মাদ্রসা সুপার শফিকুল বলেন, ‘মানিরুলসহ তার সঙ্গে থাকা সাইজুর ও খাইরুলও কিলঘুষি মারতে মারতে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যান। আমাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেন তারা।’

এ ব্যাপারে জানতে চাইলে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী ঢাকাটাইমসকে বলেন, ‘এ ঘটনার পর থেকে সুপারের নিরাপত্তার জন্য পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়েছে।’

পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, ‘মানিরুল ইসলাম পলাতক রয়েছেন। মঙ্গলবার রাতে তার বাড়িতে গিয়ে পাওয়া যায়নি।’

মামলার আগে থেকেই মানিরুল ফোন বন্ধ রেখেছেন।

ঢাকাটাইমস/০৮আগস্ট/প্রতিনিধি/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :