মাগুরায় সাপের ছোবলে যুবকের মৃত্যু

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ আগস্ট ২০১৮, ১৫:৩৭

মাগুরা সদর উপজেলার আলিধানি গ্রামে বৃহস্পতিবার সকালে সাপের ছোবলে সাদ্দাম হোসেন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মতিয়ার রহমানের ছেলেন।

নিহতের পরিবার জানায়, রাতে সাদ্দাম হোসেন নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো এক সময় বিষধর সাপ তাকে ছোবল দেয়। সকালে ঘরের মধ্যে অচেতন অবস্থায় তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে।

সেখান থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়। সাদ্দাম হোসেন পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন।

মাগুরার ২৫০ শয্যার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সুশান্ত কুমার বিশ্বাস জানান, সকালে মূমুর্ষূ অবস্থায় সাপে ছোবল দেয়া সাদ্দামকে হাসপাতালে আনা হয়। মাগুরা সদর হাসপাতালে সাপের কামড়ের পর্যাপ্ত এন্টি ভেনাম থাকার পরও রোগীর পরিবারের সদস্যদের উদ্যোগেই তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত দেয়া হয়। কিন্তু সেখানে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

(ঢাকাটাইমস/০৯আগস্ট/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :