খরমপুরে কেল্লা শহীদের ওরস কাল শুরু

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ আগস্ট ২০১৮, ১৬:৩৬

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া খরমপুরে শাহ সৈয়দ আহাম্মদ গেছুদারাজ (রহ.)ওরফে শাহ পীর কেল্লা শহীদের মাজারের সাত দিনব্যাপী বার্ষিক ওরস শুক্রবার থেকে শুরু হচ্ছে। ১৪ আগস্ট মঙ্গলবার রাত ১২টা ০১ মিনিটে অনুষ্ঠিত হবে বিশেষ মোনাজাত।

তাছাড়া ১৬ আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী ওরস এবং মাসব্যাপী মেলাকে কেন্দ্র করে এ ওরসে আগত মাজারের ভক্ত-আশেকান ইবাদত-বন্দেগি, নামাজ, জেয়ারত, কোরআন তেলাওয়াত, মিলাদ, তবররক বিতরণ, মাজার এলাকায় আইনশৃঙ্খলা, স্বাস্থ্য ও পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কর্মসূচি নির্বিঘ্নে পালনে প্রশাসনও নিয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও মাজার কমিটির সভাপতি রেজওয়ানুর রহমান জানান, খরমপুর কেল্লা শাহ্ বাবার ওরস উপলক্ষে যে কোনো নাশকতা এড়াতে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ, র‌্যাব, বিজিবি, বিভিন্ন গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় তিন শতাধিক সদস্য ওরসে মাজার এলাকার নিরাপত্তায় নিয়োজিত থাকবে।

(ঢাকাটাইমস/৯আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :