সিরাজদিখানে টেঁটাযুদ্ধ, পুলিশসহ আহত ১৩

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ আগস্ট ২০১৮, ১৮:৪৪

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে টেঁটাযুদ্ধের মূল হোতাদের গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যা ৭টায় উপজেলার মোল্লাকান্দি বালুচর গ্রামে দুই পক্ষে এ সংঘর্ষ হয়।এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন।

পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে দুই পক্ষের লোকজন পুলিশের গাড়ি ভাঙচুর ও তিন পুলিশ সদস্যকে আহত করে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সংঘর্ষ চলাকালে উপজেলার মোল্লাকান্দি বালুচর থেকে দু-পক্ষের ১৪ জনকে আটক করে থানায় নিয়ে আসা হলে ওই ঘটনায় সিরাজদিখান থানার এস আই মো. সোহেল রানা বাদী হয়ে ৫৮ জনকে আসামি এবং ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে লিখিত অভিযোগ করলে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ আবুল কালাম নিয়মিত মামলা করে আটকদের আদালতে পাঠান।

সিনিয়র সহকারী পুলিশ সুপার সিরাজদিখান (সার্কেল) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। বলেন, সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ গেলে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ আবুল কালামের গাড়ি ভাঙচুর করে এবং পুলিশকে লক্ষ্য করে হামলা চালায় দুই পক্ষের লোকজন। এতে আমাদের তিন পুলিশ সদস্য আহত হয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/৯আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :