ফেসবুকে কটূক্তি: ঢাবি শিক্ষার্থীকে পুলিশে দিল ছাত্রলীগ

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ আগস্ট ২০১৮, ১৯:৫২
ফাইল ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকার, আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু পরিবারকে নিয়ে বিভিন্ন কটূক্তিমূলক স্ট্যাটাস দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে পুলিশে দিয়েছে ছাত্রলীগ।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে ওই ঘটনা ঘটে। অভিযুক্ত ওই শিক্ষার্থীর নাম রাফসান আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২৪তম ব্যাচের (আইইআর) প্রথম বর্ষের শিক্ষার্থী।

আইইআর শাখা ছাত্রলীগের সভাপতি এম আর মুকুল ইসলাম ঢাকাটাইমসকে জানান, ওই শিক্ষার্থী ফেসবুকের এক স্ট্যাটাসে লেখেন- ‘৭৫ এর ১৫ আগস্টের প্রয়োজন আবার। নইলে যে আজীবন খেসারত দিবে এই জাতি। হায়েনায় ছেয়ে গেছে প্রিয় মাতৃভূমি।’ আরেক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ভাই আমার খুব ইচ্ছা এই ছাত্রলীগের বংশ নির্মূল করব, পাশাপাশি আওয়ামী লীগও। তাহলে আর অশান্তি থাকবে না।’

শাখা ছাত্রলীগের সভাপতি বলেন, ‘ওই ছাত্রের এ ধরনের স্ট্যাটাস দেখে তাকে জিজ্ঞাসা করা হয়, তিনি কেন এ ধরনের স্ট্যাটাস দিচ্ছেন। তখন তিনি বলেন, ছাত্রলীগ আওয়ামী লীগের ওপর আমার অনেক ক্ষোভ আছে। এরপর প্রক্টর স্যারকে বিষয়টি জানালে তিনি তার অফিসে নিয়ে যেতে বলেন। আমরা তখন তাকে প্রক্টর অফিসে নিয়ে যাই।’

এবিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী ঢাকাটাইমসকে বলেন, ‘আইসিটি আইনে ওই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।’

(ঢাকাটাইমস/০৯আগস্ট/এনএইচএস/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :