‘আজ মনে হচ্ছে সরকারি চাকরিজীবন সার্থক’

এস এম মাহফুজুর রহমান
| আপডেট : ১০ আগস্ট ২০১৮, ১১:৪৩ | প্রকাশিত : ০৯ আগস্ট ২০১৮, ২০:৪১

ভিক্ষুকরা যখন আমার অফিসরুমের চেয়ার ও সোফাগুলোতে বসছিল তখন মনে হলো সরকারি এ জড়পদার্থগুলো আজ ধন্য। যে পঙ্গু লোকটা আমার অফিসের সিঁড়িতে ঘুমায়, যে অন্ধ লোকটা ধুলা ময়লায় মাখামাখি হয়ে বাসস্ট্যান্ডে একটা পয়সার জন্য একটা থালা পেতে শুয়ে থাকে সেই লোকগুলোকে সরকারি রুমের সোফায় বসাতে পেরে আমার সরকারি চাকরিজীবন আজ সার্থক মনে হচ্ছে। যাদের ভ্যাট-ট্যাক্সে বেতন পাই তাদের প্রতি এ এতটুকুন ঋণ শোধ করার চেষ্টা মাত্র।

কোটালীপাড়া উপজেলাকে প্রকৃত অর্থেই ভিক্ষুকমুক্ত করতে আজ ভিক্ষুকদের নিয়ে তাদের প্রাপ্তি- প্রত্যাশার হিসেব মিলাতে বসি। বর্তমান সরকারের নানামুখী কর্মসূচিতে তাদের সম্পৃক্ত করার চেষ্টা করি এবং ভিক্ষা থেকে নিবৃত হতে উদ্বুদ্ধ করি। তারা প্রতিশ্রুতিবদ্ধ অবং আমরাও আশাবাদী। আজকের একদিনেই হয়ত হবে না তবে একদিন হবেই নিঃসন্দেহে।

প্রায় তিন ঘণ্টা তাদের সাথে সময় কাটানো শেষে তারা প্রত্যেকে উপহার পায় বিরিয়ানি আর আমি উপহার পাই আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ তৃপ্তি। অন্ধ, পঙ্গু, মানসিক ভারসাম্যহীন, চরম অসহায় কিছু মানুষের অকৃত্রিম আনন্দের হাসি, যা এর আগে দেখা হয়নি কোনোদিন।

লেখক: উপজেলা নির্বাহী কর্মকর্তা, কোটালীপাড়া, গোপালগঞ্জ

সংবাদটি শেয়ার করুন

ফেসবুক কর্নার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :