দুই কোটি টাকার হিরোইনসহ যুবক আটক

প্রকাশ | ০৯ আগস্ট ২০১৮, ২১:৫৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

প্রায় দুই কোটি টাকা মূল্যের পাঁচ কেজি হোরোইনসহ এক যুবককে আটক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। ওই যুবকের নাম নিজাম।

বুধবার মধ্যরাতে রাজধানীর মিরপুরের গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে নিজামকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দারুসসালাম এলাকা থেকে পাঁচ কেজি হিরোইন জব্দ করা হয়।

বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মিডিয়া শাখার উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান।

পুলিশ কর্মকর্তা বলেন, নিজাম দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে হিরোইনসহ মাদকদ্রব্য ঢাকায় নিয়ে আসেন। এবারও তিনি চাঁপাইনবাবগঞ্জ থেকেই হিরোইন ঢাকায় আনেন। তবে তা সরবরাহের আগেই তিনি গ্রেপ্তার হন।

নিজাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তার সঙ্গে ভারত ও পাকিস্তানকেন্দ্রিক একটি নেটওয়ার্ক আছে।

ঢাকায় তার ক্রেতা কারা তা জানার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী। তার নামে মাদক আইনে মামলা করা হয়েছে।

মাদক ছাড়াও নিজাম অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে বলে তিনি নিজেই স্বীকার করেছেন। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। রিমান্ড পেলে তার সম্পর্কে আরও বেশ কিছু তথ্য বেরিয়ে আসবে বলে জানান পুলিশ কর্মকর্তা।

সংবাদ সম্মেলনে সিটিটিসির উপ-কমিশনার এইচ এম আবদুর রফিক ও অতিরিক্ত উপ-কমিশনার মাহফুজ ইসলাম উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০৯আগস্ট/এসএস/জেবি)