ভারতের সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী মমতা

প্রকাশ | ১০ আগস্ট ২০১৮, ১১:৫৭

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

ভারতের মোট ৩১টি রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীদের মধ্যে সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা বন্দোপাধ্যায়। আর সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী হলেন অন্ধ্রপ্রদেশের এন চন্দ্রবাবু নাইডু। দেশটির বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) এর এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

এডিআরের তথ্যে জানানো হয়েছে, সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সম্পত্তির পরিমাণ ১৭৭ কোটি রুপি। অপরদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার সম্পদের পরিমাণ ৩০ লাখ রুপি। খবর জিনিউজের।

এছাড়া দ্বিতীয় ধনী মুখ্যমন্ত্রী হলেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু। তার সম্পদের পরিমাণ ১২৯ কোটি রুপি। ৪৮ কোটি রুপি সম্পদের মালিক পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমেরন্দর সিং রয়েছে ধনীর দিক থেকে তৃতীয় স্থানে।

ঢাকাটাইমস/১০আগস্ট/একে