চট্টগ্রামে অস্ত্রসহ চার ডাকাত গ্রেপ্তার

ব্যুরো প্রধান, চট্টগ্রাম
 | প্রকাশিত : ১০ আগস্ট ২০১৮, ১৪:২২

চট্টগ্রামে আকবরশাহ থানার গাউসিয়া লেক সিটি পুর্ব ফিরোজশাহ্ কলোনি এলাকা থেকে অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি-পশ্চিম)।

শুক্রবার ভোর রাতে অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও একটি ছোরাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ডাকাতরা হলেন, আকবরশাহ থানার বি ব্লকের আব্দুল সাত্তারের ছেলে জাবেদ হোসেন (২৮), পাহাড়তলী চট্টগ্রামের আবুল কালাম মল্লিকের ছেলে জসিম উদ্দিন প্রকাশ ফরিদ (৩৮), শরিয়তপুর জেলার সখীপুর থানার হোসেন মাতব্বরের ছেলে ফিরোজ আল মামুন (৩২), চট্টগ্রামের মোহাম্মদপুর, চন্দনাইশ এলাকার কামাল উদ্দিনের ছেলে আরিফুর রহমান লিটন (২৮)।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিবি পশ্চিম) মোহাম্মদ শহীদুল্লাহ (পিপিএম) এর দিকনির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি পশ্চিম) এএএম হুমায়ুন কবীর, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডিবি পশ্চিম) মোহাম্মদ মঈনুল ইসলামের নেতৃত্বে পুলিশ পরিদর্শক রিয়াজ উদ্দীন চৌধুরী উপপরিদর্শক (এসআই) মোমিনুল হাসান, হালিম, সহকারি উপপরিদর্শক (এএসআই) সন্তু শীল গোপন খবরের ভিত্তিতে এ অভিযান চালায়।

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মইনুল ইসলাম বলেন, ভোরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালিয়ে চার ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।

অবৈধ অস্ত্র রাখা এবং ডাকাতির প্রস্তুতি নেয়ার অপরাধে তাদের বিরুদ্ধে আকবরশাহ্ থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

(ঢাকাটাইমস/১০আগস্ট/জেজে/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বন্দর নগরী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা