বাংলাদেশ জাতীয় ক্রীড়া সংস্থা ইতালির আলোচনা সভা

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ আগস্ট ২০১৮, ১৪:২৫

বাংলাদেশ জাতীয় ক্রীড়া সংস্থা ইতালিকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে রাজধানী রোমের তরপিনাত্তায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি নজরুল ইসলাম মাঝির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদের পরিচালনায় আলোচনা এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ইতালিতে সংগঠনটি সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। তবে বর্তমানে বেশ কিছু নতুন পদক্ষেপ এবং কার্যক্রম বৃদ্ধির উদ্যোগ নেয়া হয়েছে।

সংগঠনের কর্মক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কমিউনিটিতে বিশেষ অবদান রাখতে সময়ের প্রয়োজনে বাংলাদেশ জাতীয় ক্রীড়া সংস্থা ইতালির নতুন কমিটিতে সংযোজন ও পরিবর্তন দরকার বলেও মত দেন বক্তারা।

সংগঠনের সাবেক সভাপতি প্রয়াত পরান কৃষ্ণ সাহার স্মরণে আসন্ন ফুটবল টূর্নামেন্টের নামকরণ করার সিদ্ধান্ত নেয়া হয়।

এসময় প্রধান উপদেষ্টা নুরুজ্জামান লাকি, সহসভাপতি আমিন ভূইয়া, লায়লা শাহ, অলিউদ্দিন শামীম, কোষাধ্যক্ষ হাসান মাহমুদুল, সহকারী পরিচালক মহিব হাসান, সদস্য মিজু ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১০আগস্ট/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :