আখ ক্ষেতে মিলল এনজিও কর্মীর লাশ

প্রকাশ | ১০ আগস্ট ২০১৮, ১৬:২৭ | আপডেট: ১০ আগস্ট ২০১৮, ১৬:৩২

চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকক্কির্তি ইউনিয়নের লাওঘাটা বিলের আখক্ষেত থেকে এক নারী এনজিও কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় চার বছরের আহত একটি শিশুকেও জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে স্থানীয়রা পুলিশ খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

নিহত এনজিওকর্মী খাতিজা খাতুন শিবগঞ্জ উপজেলার চকক্কির্তি ইউনিয়নের লাওঘাটা গ্রামের আলাউদ্দীন আলীর মেয়ে।

শিবগঞ্জ থানার ওসি শিকদার মশিউর রহমান জানান, স্থানীয়রা শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে আখক্ষেতের ড্রেনে ওড়না দিয়ে হাত ও পা বাঁধা অবস্থায় তাবাসসুম নামে একটি শিশুর কান্না শুনতে পান। ওই শিশুটিকে দেখতে গিয়ে খাতিজার লাশ তারা দেখতে পান।

পরে স্থানীয়রা দুপুর ১ টার দিকে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে শিবগঞ্জ থানায় নেয়া হয়।

তিনি আরও জানান, নিহত খাতিজার মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি। লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১০আগস্ট/প্রতিনিধি/ওআর)