কোহলি এখনই কিংবদন্তি: জহির আব্বাস

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ আগস্ট ২০১৮, ১৯:১৮

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাবেক প্রেসিডেন্ট ও পাকিস্তান ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় জহির আব্বাস ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে বলেছেন, ‘কোহলি এখনই একজন কিংবদন্তি। সে ভয়হীন ক্রিকেট খেলে। আমি এটার প্রশংসা করি।’

জহির আব্বাস বলেছেন, ‘আমি ভারতের অনেক গ্রেট খেলোয়াড়কে দেখেছি। তাদের মধ্যে কোহলি একজন। আমি প্রজন্ম নিয়ে তুলনা করতে চাই না। কারণ প্রত্যেক প্রজন্মের আলাদা গুরুত্ব আছে। কিন্তু কোহলি অন্যদের চেয়ে সেরা।’

তিনি আরো বলেন, ‘আমার মতে, তিনিই কিংবদন্তি যিনি তার নিজের প্রজন্মের খেলোয়াড়দের মধ্যে আধিপত্য বিস্তার করে। কোহলি সেটাই করছে। এটাই তাকে ইতোমধ্যে কিংবদন্তি বানিয়েছে।’

তিনি বলেন, ‘কোহলি উইকেটের দুই পাশেই ভালো খেলে। সে একজন ক্লাস প্লেয়ার। তার পায়ের মুভমেন্ট চমৎকার। সে ভয়হীন ক্রিকেট খেলে। আমি এটার প্রশংসা করি।’

ইংল্যান্ডের বিপক্ষে চলতি টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দুই ইনিংসে যথাক্রমে ১৪৯ ও ৫১ রান করেন বিরাট কোহলি। এ বিষয়ে জহির আব্বাস বলেছেন, ‘কোহলি দেখিয়েছে যে সে ইংলিশ কন্ডিশনেও ভালো খেলতে পারে। আমি তার কাছ থেকে ভালো কিছু আশা করছি।’

গত মে-জুনে ইংল্যান্ড সফরে গিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ ড্র করেছিল পাকিস্তান। ইউরোপে পাকিস্তানের রেকর্ড সবসময়ই ভালো। অন্যদিকে, ইউরোপের মাটিতে ভারতকে প্রায়ই সংগ্রাম করতে দেখা যায়।

এ বিষয়ে জহির আব্বাস বলেন, ‘আপনি জানেন, পাকিস্তানের বোলিংয়ের কারণেই এটি সম্ভব হয়েছে। পাকিস্তানের বোলিং লাইন আপ বরাবরই শক্তিশালী। এখনও আছে। অন্যদিকে, ভারতের ব্যাটিং লাইন আপ বরাবরই ভালো। এই কারণেই পাকিস্তান ও ভারতের মধ্যকার অধিকাংশ ম্যাচই ড্র হতো।’

(ঢাকাটাইমস/১০ আগস্ট/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :