নৈশপ্রহরীকে হত্যা করে বুথ লুটের চেষ্টা

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ আগস্ট ২০১৮, ২০:১০

জয়পুরহাটে নৈশপ্রহরীকে হত্যা করে একটি ব্যাংকের বুথের টাকা লুটের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। জেলা শহরের বাটার মোড়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বুথে বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। শুক্রবার সকাল থেকে নিখোঁজ বুথের নৈশপ্রহরী শফিকুল ইসলামের গলাকাটা লাশ বিকালে ব্যাংকের বুথের উপর তলা হাবিব ম্যানশনের একটি টয়লেট থেকে উদ্ধার করে পুলিশ।

নিহত শফিকুল নওগাঁ জেলার বদলগাছি উপজেলার বামনপাড়া গ্রামের মোতালেব হোসেনের ছেলে।

জয়পুরহাটের পুলিশ সুপার রশিদুল হাসান, শুক্রবার সকালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বুথের শার্টার ভাঙা দেখে বুথে চুরি হয়েছে বলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে বুথের ভেতরে লকার ভাঙা দেখতে পায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- দুর্বৃত্তরা লকার ভেঙে বুথে চুরির চেষ্টা করেছিল, তবে বুথ থেকে কোন টাকা চুরি হয়নি। ঘটনার পর থেকে শফিকুল ইসলাম নামে দায়িত্বরত নৈশপ্রহরী নিখোঁজ ছিল, অনেক খোঁজখুঁজির পর হাবিব ম্যানশন ভবনের একটি টয়লেট থেকে বিকালে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। লাশের ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে।

পুলিশের ধারণা- নৈশপ্রহরীকে হত্যা করে দুর্বত্তরা বুথ লুটের চেষ্টা করেছিল।

(ঢাকাটাইমস/১০আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :