৫৩০ বোতল ফেনসিডিলসহ দুই কারবারি গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ আগস্ট ২০১৮, ২১:০৮

চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৩০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার বিকালে গোপন সংবাদে পোল্ট্রিফিডবাহী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এই ফেনসিডিলের চালান জব্দ করা হয়। এ সময় মাদক পাচারের সাথে জড়িত দুই ব্যবসায়ী জোবায়র হোসেন ও ডালিম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদে শুক্রবার বিকালে দর্শনা থেকে জীবননগরমুখী পোল্ট্রিফিডবাহী একটি ট্রাক জব্দ করা হয়। ট্রাকটি জব্দের পর ট্রাকে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৫৩০ বোতল ফেনসিডিল। এ সময় ফেনসিডিল পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয় দামুড়হুদা উপজেলার দর্শনা আনোয়ারপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে জোবায়র হোসেন ও একই এলাকার সৈয়দ আলীর ছেলে ডালিম হোসেনকে।

সন্ধ্যায় জীবননগর থানার কনফারেন্স রুমে পুলিশ সুপার ব্রিফিংয়ে জানান, গ্রেপ্তার দুইজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদেরকে জিজ্ঞাসাবাদে আরো বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীর নাম জানা গেছে। তাদেরও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ীকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে।

(ঢাকাটাইমস/১০আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :