একটি বলের জন্য প্রাণ গেল তিনজনের

ব্যুরো প্রধান, চট্টগ্রাম
| আপডেট : ১০ আগস্ট ২০১৮, ২২:৩৩ | প্রকাশিত : ১০ আগস্ট ২০১৮, ২২:০৮

বন্দরনগরীর খুলশী থানার ঝাউতলা ডিজেল কলোনি এলাকায় এলাকায় সেপটিক ট্যাংক থেকে ক্রিকেট বল তুলতে গিয়ে তিনজন মারা গেছেন। শুক্রবার বিকাল ৫টার দিকে এলাকার মসজিদ কলোনি মাঠে এই দুর্ঘটনা ঘটে।

মৃত তিনজন হলেন- ইমরান হোসেন ইমু (২৭), রুবেল ওরফে ড্যানিস (১৮) এবং সিফাত (১৪)। এদের মধ্যে ইমু ও ড্যানিস সহোদর। তাদের বাবার নাম আফজাল হোসেন। আর সিফাতের বাবা হলেন মো. মিজানুর রহমান। তারা সবাই ওই কলোনি এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, বিকালে খেলতে গিয়ে তাদের ক্রিকেট বলটি সেপটিক ট্যাংকে গড়িয়ে পড়ে। বলটি তুলতে গিয়ে সিফাত সেপটিক ট্যাংকে পড়ে যায়। তাকে উদ্ধার করতে ইমু ও রুবেল সেপটিক ট্যাংকে নামে।

পুলিশ কর্মকর্তা বলেন, গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন বলেন, প্রাথমিকভাবে গ্যাস বিষক্রিয়া বা অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

(ঢাকাটাইমস/১০আগস্ট/জেজে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বন্দর নগরী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা