ফরিদপুরে বিপুল ফেনসিডিলসহ বিক্রেতা আটক

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ আগস্ট ২০১৮, ১১:২৪

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকায় অভিযান চালিয়ে এক হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র‌্যাব-৮। এসময় ওবায়দুর খান নামের এক মাদক বিক্রেতাকে আটক করা হয়। শনিবার সকালে এ অভিযান চালায় র‌্যাবের একটি আভিযানিক দল।

র‌্যাব-৮ সূত্র জানায়, ফরিদপুর ক্যাম্প কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিনের নেতৃত্বে একটি আভিযানিক দল সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ঝাউখোলা গ্রামে অভিযান চালায়। এসময় এক হাজার ৬৩ বোতল ফেন্সিডিলসহ ওবায়দুর খানকে (২০) আটক করা হয়। তার বাড়ী সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ঝাউখোলা গ্রামে।

অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন জানান, আটক ওবায়দুর একজন পেশাদার মাদক বিক্রেতা। তিনি দীর্ঘদিন ধরে ভারত-বাংলাদেশের দক্ষিণ পশ্চিম সীমান্তবর্তী এলাকা থেকে ফেন্সিডিল সংগ্রহ করে ফরিদপুরের বিভিন্ন এলাকায় পাইকারি ভিত্তিতে সরবরাহ করতেন। তাকে ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/১১আগস্ট/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :