পানি শুকিয়ে যাওয়া নদীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমরাস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ আগস্ট ২০১৮, ১১:৫৬

দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন এবং যুদ্ধপরবর্তী সময়ে নদী ও জলাশয়ের পানিতে অস্ত্র, বোমা ও অন্যান্য উপকরণ ফেলেছিলো যোদ্ধারা৷ এতদিন সেগুলোর খুব একটা সন্ধান না পাওয়া গেলেও সম্প্রতি জার্মানিতে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার নদী ও জলাশয়ের পানি শুকিয়ে যাওয়ায় সেসব অস্ত্র বেরিয়ে আসছে।

আর এ বিষয়ে জনসাধারণকে সতর্ক করে দিয়ে পুলিশ জানিয়েছে, গ্রেনেড, বোমা বা অন্য কোনো সামরিক সরঞ্জাম দেখতে পেলে কেউ যেন তাতে হাত না দেয়৷ খবর ডয়চে ভেলের।

পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, জার্মানির পূর্বাঞ্চলের সাক্সনি আনহাল্ট আর সাক্সনি রাজ্যের এলবে নদীর বিভিন্ন জায়গায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিপুল পরিমাণ বোমা ও অস্ত্র পাওয়া গেছে৷ এগুলোর মধ্যে আছে ২২টি গ্রেনেড, মাইন ও অন্যান্য বিস্ফোরকদ্রব্য৷ পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘এটা পরিষ্কার যে পানির স্তর নিচে নেমে যাওয়ায় এগুলো পাওয়া যাচ্ছে।’

জার্মানিতে এ বছরের জুলাইকে উষ্ণতম মাস হিসেবে আখ্যায়িত করা হয়েছে৷ ৩১ জুলাই সাক্সনি আনহাল্টে তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস৷ এ সপ্তাহের শুরুতে সাক্সনি আনহাল্টের মাগডেবুর্গে পানির উচ্চতা রেকর্ড ৫১ সেন্টিমিটার কমে গেছে৷ ১৯৩৪ সালে পানি কমেছিল ৪৮ সেন্টিমিটার৷

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এ রকম কোনো অস্ত্র বা সরঞ্জাম দেখতে পেলে প্রথমে যেন তাদের খবর দেয়া হয়৷ এরপর অস্ত্র নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞরা সেখানে গিয়ে পরীক্ষা করে সেগুলোকে নিষ্ক্রিয় করেন৷ যেগুলো নিষ্ক্রিয় করা যায় না, সেগুলোকে খোলা জায়গায় নিয়ে গিয়ে বিস্ফোরণ ঘটানো হয়৷

এর আগে গত মাসে এলবে নদীতে পাওয়া দু'টি অ্যান্টি ট্যাংক মাইন এর বিস্ফোরণ ঘটিয়েছেন অস্ত্র নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞরা৷

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অনেক বিস্ফোরক এলবে নদীতে ফেলে দেয়া হয়েছিল৷ যার মধ্যে অনেকগুলো ভেসে ভেসে চেক প্রজাতন্ত্র-পোল্যান্ড সীমান্তের কাছে এবং কিছু হামবুর্গের কাছে পৌঁছেছিল৷

ঢাকাটাইমস/১১আগস্ট/একে/ডিএম

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

৩০ হাজার কোটি রুপি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

এই বিভাগের সব খবর

শিরোনাম :