স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে সাংবাদিকদের অবস্থান ১৬ আগস্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ আগস্ট ২০১৮, ১৫:২৩ | প্রকাশিত : ১১ আগস্ট ২০১৮, ১৪:১৭

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে ১৬ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন সাংবাদিক নেতারা। একইসঙ্গে দাবি আদায় না হলে স্বরাষ্ট্রমন্ত্রীর সংবাদ বর্জনের ঘোষণাও দিয়েছেন তারা।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে ওই ঘোষণা দেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে)সভাপতি মোল্লা জালাল।

সম্প্রতি শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চলাকালীন হামলার শিকার হর বিভিন্ন গনমাধ্যমের কর্মরত সাংবাদিকরা। এসব হামলার প্রতিবাদে সাংবাদিকদের সংগঠনগুলো একসঙ্গে আন্দোলন শুরু করে।

মানববন্ধনে বিএফইউজে ছাড়াও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা মানববন্ধনে যোগ দেন। এসময় সাংবাদিক নেতারা অভিযোগ করেন, বারবার তাগাদা দেয়া সত্ত্বেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের গ্রেপ্তারে কোনো পদক্ষেপ নিচ্ছে না।

এদিকে শুধু রাজধানীতে নয়, সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানেও মানববন্ধন করেছেন সাংবাদিকরা।

শনিবার সকালে রাজশাহী নগরীর আলুপট্টি মোড়ে কর্মসূচির আয়োজন করে সাংবাদিক ইউনিয়ন। ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে অংশ নেন শতাধিক সাংবাদিক।

নওগাঁ প্রেসক্লাবের উদ্যোগে সকালে শহরের মুক্তির মোড়ে মানববন্ধন করেন স্থানীয় সাংবাদিকরা। হামলাকারীদের দ্রুত খুঁজে বের করার আহ্বান জানান বক্তারা। হামলাকারীদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।

মানববন্ধন করেছেন মেহেরপুরের সাংবাদিকরাও। সকালে শহরের প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। এসময় সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান বক্তারা।

এছাড়া মানববন্ধন করেছেন ময়মনসিংহ, ঝিনাইদহ, বান্দরবান ও টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন জেলার কর্মরত সাংবাদিকরা।

ঢাকাটাইমস/১১আগস্ট/ডিএম

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :