দুই কেন্দ্রে গণনার আগেই জয় নিশ্চিত আরিফুলের

সিলেট ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ আগস্ট ২০১৮, ১৭:৪০
ফাইল ছবি

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে স্থগিত দুটি কেন্দ্রে ভোটে বিএনপির আরিফুল হকের মেয়র হওয়া আটকাবে না, এটি নিশ্চিত প্রায় ছিল। অভাবনীয় কিছু ঘটলেই কেবল এখানে জয় পেতে পারতেন আওয়ামী লীগের বদরউদ্দিন আহমেদ কামরান।

দুই কেন্দ্রে যত ভোট ছিল, তার শতভাগ নৌকা প্রতীকে পড়লেই কেবল মেয়র হতে পারতেন আওয়ামী লীগের প্রার্থী।

গত ৩০ জুলাই গোলযোগে স্থগিত দুই কেন্দ্রে ভোট হলো আজ সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত। তবে ফলাফল যাই হোক, আগেই বলে দেয়া যাচ্ছে জিতে গেছেন আরিফুল।

কারণ, প্রায় শতভাগ ভোট পড়েনি দুই কেন্দ্রে। ফলে আরিফুল যদি এখানে একটি ভোটও না পান, তারপরেও তিনিই পরপর দ্বিতীয় দফা মেয়র হতে যাচ্ছেন সিলেটের।

স্থগিত দুটি কেন্দ্রে গড়ে ৫৮ দশমিক ৭৬ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে গাজী বোরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই হাজার ২২১ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন এক হাজার ৩১২ জন। এখানে ভোট পড়েছে ৫৯ দশমিক ০৭ শতাংশ।

আর হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই হাজার ৫৬৬ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন এক হাজার ৫০১ জন। ভোটের হার ৫৮ দশমিক ৪৯ শতাংশ।

অর্থাৎ দুই কেন্দ্রে ভোট পড়েছে দুই হাজার ৮১৩টি। অথচ এই দুই কেন্দ্র ছাড়াই আরিফুল এগিয়ে চার ৬২৬ ভোটে। কাজেই তিনি জিতে গেছেন, এটা বলাই যায়।

সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কম হয়। তবে দুপুর থেকে ভোটার বাড়তে শুরু করে। তবে ৩০ জুলাইয়ের মতো আজ এই দুই কেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

গত ৩০ জুলাইয়ের নির্বাচনে ১৩৪ কেন্দ্রের মধ্যে ১৩২ কেন্দ্রের ভোট গণনায় বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী ৯০ হাজার ৪৯৬ ভোট পেয়ে এগিয়ে আছেন।

আরিফুলের নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে আওয়ামী লীগের বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট।

স্থগিত দুই কেন্দ্রের মোট ভোট সংখ্যা দুই প্রার্থীর মধ্যে ব্যবধানের চেয়ে সামান্য কিছু বেশি হওয়ায় আইন অনুযায়ী এখানে ভোটের অপেক্ষায় ফল ঘোষণা স্থগিত থাকে।

(ঢাকাটাইমস/১১আগস্ট/প্রতিনিধি/ডব্লিউবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :