‘নৌকায় ভোট না দিলে উন্নয়ন ব্যাহত হবে’

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ আগস্ট ২০১৮, ১৯:২৪

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ফরিদপুরের চর এলাকার উন্নয়নে ৮০০ কোটি টাকার কাজ শুরু হয়েছে। এরমধ্যে তিনটি সেতু রয়েছে। এক কিলোমিটার দৈর্ঘে্যর একটি সেতুর কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। তবে আগামী নির্বাচনে নৌকায় ভোট না দিলে এই উন্নয়ন কাজ ব্যাহত হবে।

শনিবার বিকাল তিনটার দিকে ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের তারা মাঝিডাঙ্গী এলাকায় ‘খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়’ উদ্বোধন উপলক্ষে ওই বিদ্যালয় মাঠে আয়োজিত এক সভায় বক্তব্য দিচ্ছিলেন মন্ত্রী।

ফরিদপুর-৩ (সদর) আসনে তার প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতার দিকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, ‘আপনারা আগোগোড়া একজনকে ভোট দেন। আমি কিন্তু ওই পরিবারের সন্তান। কিন্তু তিনি (কামাল ইবনে ইউসুফ) শরিক ঠকানো জমিদার। আমাদের জন্য এক ছটাক জমিও রাখেননি। বিক্রি করে দিয়েছেন ওনার খালাতো ভাইদের কাছে।’

খন্দকার মোশাররফ চরবাসীর উদ্দেশ্যে বলেন, ‘আপনারা তাকে (কামাল ইউসুফ) পাঁচবার ভোট দিয়ে সাংসদ বানিয়েছেন, চারবার তিনি মন্ত্রী হয়েছেন, কিন্তু আপনাদের জন্য তিনি চর এলাকায় এক ছটাক ইট নিয়েও আসেননি।’

চর এলাকায় নিজের উন্নয়নকাজের বিবরণ দিয়ে তিনি বলেন, ‘৮০০ কোটি টাকার কাজ শুরু হয়েছে চর এলাকার উন্নয়নে। এর মধ্যে ভূইয়া বাড়ি এলাকায় ১০০ কোটি টাকা ব্যয়ে, বুড়ির ঘাট এলাকায় ৬০ কোটি টাকা ব্যয়ে এবং নতুন মোহন মিয়ার হাট এলাকায় আরেকটি সেতুসহ মোট তিনটি সেতু হবে। চরে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হবে, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়টি সরকারিকরণ করা হবে এবং এলাকাবাসীর নিরাপত্তার জন্য পুলিশ ফাঁড়ি স্থাপন করা হবে।’

সভায় অন্যদের মধ্যে ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেসাম হোসেন বাবর, সদর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোফাজ্জেল হোসেন, খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুজ্জামান, শিক্ষার্থী কলি আক্তার প্রমুখ বক্তব্য দেন।

প্রসঙ্গত, ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে ‘খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়’ এর যাত্রা শুরু হয়। বর্তমানে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ওই বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা দুই শতাধিক।

(ঢাকাটাইমস/১১আগস্ট/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :