এই বিজয় জনগণের, আস্থার প্রতিদান দেব: আরিফুল

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ১১ আগস্ট ২০১৮, ২৩:৫৫ | প্রকাশিত : ১১ আগস্ট ২০১৮, ২১:৫৫

টানা দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়ে নিজের বিজয়কে সিলেটের জনগণের বিজয় বলে মনে করছেন বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী।

শনিবার সন্ধ্যায় সিলেটের আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে ফলাফল ঘোষণা শেষে তিনি তার প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন।

গত ৩০ জুলাই স্থগিত দুই কেন্দ্র ছাড়া নৌকা প্রতীকের বদর উদ্দিন আহমেদ কামরানের চেয়ে ধানের শীষ প্রতীকে আরিফুল হক এগিয়েছিলেন চার হাজার ৬২৬ ভোটে। আর শনিবার ওই দুই কেন্দ্রে ভোট শেষে তিনি জিতেন ছয় হাজার ১৯৬ ভোটে।

চূড়ান্ত ফল অনুযায়ী আরিফুল হক পেয়েছেন ৯২ হাজার ৫৯৩ ভোট। আর কামরানের পক্ষে পড়েছে ৮৬ হাজার ৩৯৭ ভোট।

রিটার্নিং কর্মকর্তা আলীমুজ্জামান সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে আরিফুল হক চৌধুরীকে বিজয়ী ঘোষণা করেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আরিফুল বলেন, ‘এ বিজয় আমার নয়, এটি সিলেটের জনগণের জয়। তাদের দেয়া রায়ের প্রতিফলনই আজকের এই বিজয়। সিলেটের মানুষ আবার আমার ওপর আস্থা রাখায় আমি তাদের কাছে কৃতজ্ঞ। সিলেট নগরের অসমাপ্ত কাজ শেষ করে মানুষের আস্থার প্রতিদান দেব।’

সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র বলেন, ‘গত মেয়াদে তিন বছর জেলে থাকায় নগরবাসীর কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারিনি। দুই বছরে চেষ্টা করেছি নগরীর প্রধান সমস্যাগুলো সমাধান করতে।’

আগামী দিনে নগরবাসীর প্রত্যাশা পূরণ করতে সরকারসহ সব মহলের সহযোগিতা চেয়েছেন বিএনপির এই নেতা।

(ঢাকাটাইমস/১১আগস্ট/এমএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :