কুমিল্লায় আইনজীবীর ট্রেনেকাটা মরদেহ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ আগস্ট ২০১৮, ২২:৫০

কুমিল্লা নগরীর শাসনগাছায় ট্রেনে কাটা পড়ে আশারে খোদা টিটু (৫০) নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে।

শনিবার সন্ধ্যায় কুমিল্লার শাসনগাছা রেল লাইনের ওপর থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

অ্যাডভোকেট আশারে খোদা টিটু কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া বাগানবাড়ি (ধানসিঁড়ি) প্রফেসর সুলতান আহম্মেদের ছেলে। তিনি কুমিল্লা আদালতে সরকারি আইন কর্মকর্তা ছিলেন।

অ্যাডভোকেট আশারে খোদা টিটুর কয়েকজন সহকর্মী অ্যাডভোকেট বলেন, তিনি দীর্ঘদিন যাবত মানসিক সমস্যায় ভুগছিলেন।

কুমিল্লা রেল স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মিছবাউল আলম চৌধুরী বলেন, শনিবার সন্ধ্যা ৬টায় শাসনগাছা রেল লাইনের উপর থেকে ট্রেনে কাটা পড়ে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে লাশ সনাক্ত করতে পুলিশ ফাঁড়িতে ছুটে যান পিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন, অ্যাডভোকেট কাইমুল হক রিংকু, অ্যাডভোকেট সৈয়দ নুরুর রহমানসহ অন্যান্য আইনজীবীরা। তার মৃত্যুতে আইনজীবীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

ঢাকাটাইমস/১১আগস্ট/প্রতিনিধি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :