বরিশালে ট্রাফিক সপ্তাহে ছয় দিনে ১২ শ মামলা

বরিশাল ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ আগস্ট ২০১৮, ২৩:২২

বরিশালে ট্রাফিক সপ্তাহের ছয় দিনে ১২০০ যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আদায় করা হয়েছে ১০ লাখ ১৮ হাজার ৮শত টাকা জরিমানা।

শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার এএসএম ফাইজুর রহমান।

তিনি বলেন, ট্রফিক সপ্তাহে তারা বেশ সাড়া পাচ্ছেন। চালক ও গাড়ির মালিকরা তাদের বেশ সহায়তা করছেন। অবৈধ যানবাহনের সংখ্যাও নগরীতে পূর্বের চেয়ে অনেকটাই কমে এসেছে।

তিনি আরো বলেন, রবিবার নগরীর চৌমাথা এলাকায় ট্রাফিক সপ্তাহের উদ্বোধনের পর ওই দিনই ২৪৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ওই দিন ২টি মোটরসাইকেল আটক করা হয়েছে। জরিমানা করা হয়েছে ১লাখ ৮৫ হাজার ৯শত টাকা।

সোমবার ২৩৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ২টি মোটরসাইকেল আটক করা হয়েছে। ওই দিন জরিমানা করা হয়েছে ১লাখ ৫৫ হাজার ৯শত টাকা।

মঙ্গলবার ১৮৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জরিমানা করা হয়েছে ১লাখ ৫৮ হাজার ৪শত টাকা।

বুধবার ১৯৭টি মামলা দায়ের করাসহ ৩টি মোটর সাইকেল আটক করা হয়েছে। জরিমানা করা হয়েছে ১লাখ ৭১হাজার ৬শত টাকা। বৃহস্পতিবার ২৩৬টি মামলা দায়ের করাসহ জরিমানা করা হয়েছে ১লাখ ৮৫হাজার ১শত টাকা।

সর্বশেষ শুক্রবার ১০৬টি মামলা দায়ের করাসহ জরিমানা করা হয়েছে ১লাখ ৬১হাজার ৯০০ টাকা।

মূলত চালকদের সাথে ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র, মোটরসাইকেল চালকদের হেলমেট না থাকা ও ট্রাফিক আইন মেনে না চলায় এই মামলাগুলো দেয়া হচ্ছে বলে তিনি বলেন। ঢাকাটাইমস/১১আগস্ট/টিটি/ ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :