সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ আগস্ট ২০১৮, ০৮:৩৮

ভুটানের থিম্পুতে সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে গ্রুর্ব পর্বে নেপালের কাছে ৪-০ গোলে হেরে বিদায় নিয়েছে নবাগত পাকিস্তান। যার কারণে একম্যাচ হাতে রেখেই সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠে গেল বাংলাদেশের মেয়েরা। ‘বি’ গ্রুপ থেকে বাংলাদেশের পাশাপাশি শেষ চারে নিশ্চিত করেছে নেপাল।

অপরদিকে ‘এ’ গ্রুপে টানা দুই হারে গ্রুপ পর্ব থেকে শ্রীলঙ্কা ছিটকে যাওয়ায় ভুটানের সঙ্গে সেমিফাইনালে উঠেছে ভারত।

টুর্নামেন্টে গত ৯ আগস্ট উদ্বোধনী দিনে বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। পাকিস্তানকে ১৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। ১৪টি গোলের মধ্যে তহুরা খাতুন ২টি, মনিকা চাকমা ১টি, শামসুন্নাহার ১টি, মারিয়া মান্দা ১টি, আখি আক্তার ১টি, সাজেদা খাতুন ২টি, শামসুন্নাহার জুনিয়র ৪টি ও আনাই মোগিনি ২টি করে গোল করেন। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ আগামী ১৩ আগস্ট।

গত বছর বাংলাদেশে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৫ উইমেন্স চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। রানার আপ হয়েছিল ভারত। এবার ছয়টি দলের অংশগ্রহণে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, ভুটান ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, নেপাল ও পাকিস্তান।

(ঢাকাটাইমস/১২আগস্ট/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :