সিলেটে ছাত্রদল নেতা খুনের ঘটনায় মামলা হয়নি

ব্যুরো প্রধান, সিলেট
 | প্রকাশিত : ১২ আগস্ট ২০১৮, ১৩:২৭

সিলেটে প্রতিপক্ষের হামলায় নিহত ছাত্রদল নেতা ফয়জুল হক রাজু হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি। এ ঘটনায় জড়িত কাউকে এখনো আটক করতে পারেনি পুলিশ।

রবিবার দুপুরে রাজুর মরদেহের সুরতহাল ও ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালি থানার উপ-পরিদর্শক আকবর ভুঁইয়া।

তিনি জানান, রাজুর লাশ তার গ্রামের বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলার শাহপুর গ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানেই তার দাফন সম্পন্ন করা হবে।

শনিবার রাত সাড়ে ৯ টায় নগরীর কুমার পাড়ায় নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীর বিজয় মিছিল শেষে ছাত্রদলের কমিটি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন রাজুসহ তিন ছাত্রদল কর্মী।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১ টায় মারা যান রাজু।

আহত জাকির হোসেন উজ্জল ও সালাহ লিটনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ফয়জুল হক রাজু সিলেট ল কলেজের শিক্ষার্থী ছিলেন।

মৌলভীবাজারের রাজনগর উপজেলার শাহপুর গ্রামের ফজর আলীর ছেলে রাজু থাকতেন সিলেট নগরীর উপশহরে তার চাচা জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক দবীর আলীর বাসায়।

রাজুর মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা উপপরিদর্শক (এসআই) আকবর ভুঁইয়া জানান, রাজুর মাথার পেছন দিকে বড় একটি কোপ ছিল। মাথার ডানপাশে ৭টি ধারালো অস্ত্রেও কোপ, ডান হাতে ১২টি জখমসহ ২২ টিরও বেশি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

নিহত রাজুর মামা আলমগীর হোসেন জানান, দাফন শেষে হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

(ঢাকাটাইমস/১২আগস্ট/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :