জেদ্দায় দূতাবাস নির্মাণে জমি কিনল বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১২ আগস্ট ২০১৮, ১৩:৪৮ | প্রকাশিত : ১২ আগস্ট ২০১৮, ১৩:৪৭

সৌদি আরবের জেদ্দায় ভাড়া বাড়ি থেকে বর্তমান দূতাবাস সরিয়ে নিতে জমি কিনেছে বাংলাদেশ। ১০ হাজার ৩০০ বর্গমিটারের জমিটি বাগদাদিয়া জেলার মূল সড়কের পাশে অবস্থিত। জেদ্দাসহ সৌদি আরবের সব শহর থেকেই সেখানে যাতায়াত সহজ হবে।

শনিবার এই জমি ক্রয়ের চুক্তি স্বাক্ষর হয় বলে সৌদি আরবের সংবাদমাধ্যম সৌদি গেজেটের খবরে বলা হয়েছে।

বাগদাদিয়ার এমন একটি স্থানে জায়গা কেনা হয়েছে যেখান থেকে জেদ্দা আবাসিক এলাকা এবং আশপাশের মূল রোড ও মহাসড়কে সহজে যাতায়াত করা যাবে। এতে কনস্যুলেটে সেবা নিতে আসা ব্যক্তিদের যাতায়াতের ভোগান্তিও অনেক কম হবে।

জমি ক্রয়ের চুক্তি সইয়ের পর বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ জানান, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার সৌদি আরবের বাংলাদেশি কমিউনিটির মধ্যে সেবার পরিধি বাড়াতে চায়। এই সাইটটি বাংলাদেশের সঙ্গে সৌদির সম্পর্ক বৃদ্ধির প্রতীক।

তিনি জানান, বাংলাদেশ সরকার খুব দ্রুত ভবনের নকশা করবে। নতুন এই কনস্যুলেট ভবন বাংলাদেশি স্থাপত্যশৈলীতে নির্মিত হবে। এক বছরের মধ্যেই কাজ শুরু হবে বলেও জানান তিনি।

রাষ্ট্রদূত আরো জানান, ক্রয়কৃত জমিতে বিভিন্ন সুবিধা সম্বলিত একাধিক ভবন নির্মাণ করা হবে। এর মাধ্যমে আগের চেয়ে সৌদিতে থাকা বাংলাদেশি এবং বাংলাদেশে যেতে চাওয়া সৌদি নাগরিকদের আরো ভালো সেবা দেয়া যাবে।

জেদ্দায় বাংলাদেশের কনস্যাল জেনারেল এফএম বোরহান উদ্দিন, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শামসুল আলম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আইন) জাহাঙ্গীর আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/১২আগস্ট/ডিএম

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

৩০ হাজার কোটি রুপি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

এই বিভাগের সব খবর

শিরোনাম :