রমনার লেকে গেল উইলস ফ্লাওয়ারের দুই ছাত্রের প্রাণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১২ আগস্ট ২০১৮, ২৩:৩২ | প্রকাশিত : ১২ আগস্ট ২০১৮, ১৭:১৫

রাজধানীর রমনা পার্কের লেকে গোসল করতে নেমে নবম শ্রেণির দুই ছাত্রের মৃত্যু হয়েছে। তারা হলেন আদনান (১৫) ও মাহফুজ (১৫)। রবিবার দুপুরের দিকে লেকের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।

মারা যাওয়া দুজনই কাকরাইলের উইলস্ লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। আদনানের বাড়ি মগবাজার গুলবাগ এলাকায়। আর মাহফুজের বাড়ি এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রমনায় ফুটবল খেলা শেষে উইলস লিটল ফ্লাওয়ারের তিন শিক্ষার্থী গোসল করতে লেকে নামে। তাদের একজন কিছুটা সাঁতার জানলেও বাকি দুজন জানত না। এক পর্যায়ে তিনজনই পানিতে তলিয়ে যেতে থাকে। সঙ্গে সঙ্গে ‘৯৯৯’ তে কল দিয়ে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে রমনায় উপস্থিত লোকজন একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করলেও বাকি দুজনকে অচেতন অবস্থায় পাওয়া যায়।

ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আতাউর রহমান ঢাকাটাইমসকে জানান, ‘কল পাওয়া সাথে সাথে সেখানে ডুবুরি যায়। সেখানে যাওয়ার পর জানতে পেরেছে স্থানীয়রা তাদের উদ্ধার করেছে। ফায়ার সার্ভিসের দেরি করার কোনো কারণ এখানে নেই। দুই ছাত্র মারা গেছে তাই এসব অভিযোগ আসছে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া ঢাকাটাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘সাড়ে তিনটার দিকে তাদের উদ্ধার করে ঢামেকে আনা হয়। পরে চারটা ১৫ মিনিটে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করে। মরদেহ এখন ঢামেকের জরুরি বিভাগের মর্গে রয়েছে।’

ঢাকাটাইমস/১২আগস্ট/এসএস/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

সিজারিয়ান প্রসবের ওপর বিধিনিষেধ আরোপে রাষ্ট্রীয় পদক্ষেপ চায় জাতীয় মানবাধিকার কমিশন

মিয়ানমার সংকট সমাধানে একজনের খুশির জন্য বাকিদের নারাজ করবে না বাংলাদেশ: সেনা প্রধান

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ল ৪ টাকা, কমেছে খোলা তেলের

কর ব্যবস্থা সংস্কার করলে ১৫ লাখ প্রাপ্তবয়স্ক ধূমপান ছাড়তে উৎসাহিত হবে

অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা দেশের মানুষের জন্য কোনো কাজ করেনি: প্রধানমন্ত্রী

বৃষ্টিতেও কমছে না তাপপ্রবাহ

ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল, আলোচনায় যা থাকবে

ছয় জেলায় তীব্র তাপপ্রবাহ, কিছু অঞ্চলে বৃষ্টির আভাস

টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় বাংলাদেশের স্থপতি মেরিনা

দুই অঞ্চলে সর্বোচ্চ ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি

এই বিভাগের সব খবর

শিরোনাম :