চোখ হারালেও আফসোস নেই বাপ্পীর

সিরাজুম সালেকীন, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ১৭:৫৯ | প্রকাশিত : ১৩ আগস্ট ২০১৮, ০৮:৩১

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় গুজব ছড়িয়ে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে হামলার সময় বাম চোখে আঘাত পাওয়া স্বেচ্ছাসেবকলীগ নেতা শেখ আরাফাত বাপ্পী আর কিছু দেখতে পারছেন না এই চোখ দিয়ে।

চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি বাপ্পীর চোখে নয় দিন পরেও তীব্র ব্যথা। তবে আফসোস নেই। ঢাকাটাইমসকে তিনি বলেছেন, সেদিন বিরাট চক্রান্ত ছিল। সেটা প্রতিহত করতে ভূমিকা রাখতে পেরেছেন, এটাই তার প্রাপ্তি।

গত ৪ আগস্ট ষষ্ঠ দিনের মতো সড়কে অবস্থান নিয়ে নিরাপদ সড়কের দাবি জানিয়ে যাচ্ছে স্কুল-কলেজের ছাত্ররা। কিন্তু এই দিনটি অন্যান্য দিনের মতো শান্তিপূর্ণ ছিল না। হঠাৎ ফেসবুকে একের পর এক পোস্ট আসতে থাকে, কেউ লাইভে এসে, কেউ সাক্ষাৎকারের মতো তৈরি করে দাবি করতে থাকে ধানমন্ডি ৩/এ তে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে চারজন ছাত্রকে হত্যা করা হয়েছে, ধর্ষণও হয়েছে।

মুহূর্তে ছড়িয়ে পড়ে উত্তেজনা। শত শত ছাত্র ছুটে আসতে থাকে এই কার্যালয় অভিমুখে। ছোড়া হতে থাকে পাথরের টুকরো, যা ছিল তাদের ব্যাগের ভেতরে।

যেসব পাথর ছোড়া হয়েছে, সেগুলো আশেপাশের কোথাও থেকে আনা হয়নি, কারণ, এগুলো ব্যবহার করে কোনো নির্মাণ কাজ সেখানে হচ্ছিল না। আবার স্কুল-কলেজের পোশাকধারীদের আচরণ, তাদের কথাবার্তা বা শারীরিক গঠন ঠিক এই বয়সীদের মতো না।

তাদের সঙ্গে সংঘর্ষ বাধে আওয়ামী লীগের নেতা-কর্মীদের। রক্ত ঝরে দুই পক্ষেই। ক্ষমতাসীন দল জানাচ্ছে তাদের ৪৬ জন নেতা-কর্মী চিকিৎসা নিতে বাধ্য হয়েছে হাসপাতালে। এদের একজন বাপ্পী যাকে উন্নত চিকিৎসার জন্য পাঠাতে হচ্ছে বিদেশে।

সব কিছু ঠিক থাকলে দুই একদিনের মধ্যেই চেন্নাইয়ের বিখ্যাত চক্ষু চিকিৎসালয় শংকর নেত্রালয়ে যাবেন বাপ্পী।

হাজারীবাগ থানা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদকের পদে থাকা এই রাজনৈতিক কর্মী ঢাকাটাইমসকে বলছিলেন, সেদিন আসলে কী হয়েছিল।

বাপ্পী বলেন, ‘ধানমন্ডির পার্টি অফিসের সামনে নেতাকর্মীদের সাথে দাঁড়িয়েছিলাম। হঠাৎ গুজব ছড়ায় পার্টি অফিসে কয়েকজন ছাত্রকে ধরে আনা হয়েছে এবং চারজন ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। এই গুজবে শিক্ষার্থীরা আমাদের উপর চড়াও হয়ে ওঠে।’

‘পরে আমিসহ কয়েকজন ছাত্রলীগ নেতা সাধারণ শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদেরকে বুঝিয়ে রাস্তায় বসাই। বলি তোমাদের তো সরকারের সাথে বিরোধ নাই। বিরোধ হতে পারে বাস মালিক ও বাসের চালক-হেলপারের সাথে। সরকার তোমাদের সব দাবি মেনে নিয়েছে। আমরা তোমাদের সাথে আন্দোলনের শুরু থেকে আছি।’

‘সাধারণ ছাত্ররা আমাদের কথায় আশ্বস্ত হয়। তাদেরকে বলি তোমরা কয়েকজন পার্টি অফিসের ভেতরে চলো। তোমাদের কোনো শিক্ষার্থীকে ধরে নিয়ে যাওয়া হয়েছে নাকি দেখে আসবে। তারা রাজিও হয়। কিন্তু হঠাৎই পেছন থেকে বৃষ্টির মতো আমাদের উপর ইট বার পাথর নিক্ষেপ করা হতে থাকে।’

বাপ্পী বলেন, ‘সে সময় আমার বাম চোখে একটি টুকরো এসে লাগলে আমি রাস্তায় পরে যাই। ছাত্রলীগের আরেক নেতাকে আমার সামনে রড দিয়ে একটি আঘাত করা হয়। সাথে সাথে সেও মাটিতে পরে যায়।’

কীভাবে সেখান থেকে হাসপাতালে নেয়া হয়েছিল- এমন প্রশ্নে বাপ্পী বলেন, ‘যতটুকু জানি তাৎক্ষণিক সাধারণ ছাত্ররাই আমাদের সেখান থেকে উদ্ধার করে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে যায়। পরে চোখ দিয়ে কোনরকম রক্ত পরা বন্ধ হলে আমাকে ধানমন্ডি ২৭ নম্বরের আই হাসপাতালে এবং পরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউটে নেওয়া হয়।’

জন্মের পরই বাবাকে হারানো বাপ্পীরা দুই ভাই বোন। ছোট বোনের বিয়ে হয়ে গেছে। ছোটখাটো ব্যবসা করে চলে সংসার। জানান, চোখে আঘাত পাবার পর চিকিৎসার খরচ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। পরে জানতে পারেন প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছেন।

‘তিনি (শেখ হাসিনা) হাসপাতালে এসে ১৫ মিনিট মত আমার সাথে কথা বলেছেন। এখন ভারতের চেন্নাই চিকিৎসার জন্য যেতে হবে।’

‘আপাতত বাম চোখে কিছু দেখতে পাই না। চিকিৎসকরা বলেছে চোখ সব সময় বন্ধ রাখতে; আর শুয়ে থাকতে। চোখের ভেতরে সেলাই আছে তাই সারা দিন ব্যথা করে।’

বাপ্পী বলেন, ‘দলের জন্য চোখ হারালেও এখন আফসোস নেই। কারণ, বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করেছিল এই আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাবে। তারা চেয়েছিল শুধু একটি লাশ।’

‘মাঠে যখন সাধারণ ছাত্রদের সাথে ছিলাম তাদের বোঝাতাম, তখন দেখতাম স্কুল ড্রেস পরা সাধারণ শিক্ষার্থীদের সাথে ছদ্মবেশে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা মিশে আছে। তারা সব সময় চাইত এক-দুইটা ছাত্রের লাশ পড়ুক। যাতে তাদের আন্দোলন সফল হয়।’

‘আমিসহ যেসব নেতাকর্মী আহত হয়েছি তাদের বিনিময়ে যদি সরকার বড় ধরনের অঘটন থেকে রক্ষা পেয়েছে। এটাকেই বড় অর্জন দেখছি’-বলেন আওয়ামী লীগ অন্তঃপ্রাণ বাপ্পী।

ঢাকাটাইমস/১৩আগস্ট/এসএস/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :