‘এমন হলুদ সাংবাদিকতা বিশ্বে আছে কি?’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ আগস্ট ২০১৮, ১৭:১৯

নিরাপদ সড়কের দাবিতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপি-জামায়াতের ‘চক্রান্তের বদলে’ ‘সরকারের সমালোচনায়’ গণমাধ্যমের ওপর চটেছেন আওয়ামী লীগ নেতা মাহবুবউল আলম হানিফ। বলেছেন, বাংলাদেশে গণমাধ্যম ‘হলুদ সাংবাদিকতা’ করছে। এমন সাংবাদিকতা বিশ্বে কোথাও নেই।

১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে সামনে রেখে সোমবার ঢাকা রিপোটার্স ইউনিটিতে এক আলোচনায় এ কথা বলেন ক্ষমতাসীন দলের যুগ্ম সাধারণ সম্পাদক।

‘বঙ্গবন্ধু ফাউন্ডেশনের’ উদ্যোগে এই আলোচনায় আওয়ামী লীগ নেতা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় গুজব ছড়িয়ে দলের ধানমন্ডি কার্যালয়ে হামলার বিষয়টি তুলে ধরেন।

গত ৪ আগস্ট শিক্ষার্থীরা যখন টানা ষষ্ঠ দিনের মতো ফেসবুকে ব্যাপকভাবে গুজব ছড়ানো হয় যে, আওয়ামী লীগের ওই কার্যালয়ে চার জন ছাত্রকে হত্যা ও চার কিশোরীকে ধর্ষণ করা হয়েছে।

এরপর হামলা হয় সেই কার্যালয়ে আর এতে দুই পক্ষে সংঘর্ষে ঝরে রক্ত। আওয়ামী লীগ অভিযোগ করেছে, শিক্ষার্থীরা নয়, তাদের পোশাক পরে এই হামলায় ছিল বিএনপি-জামায়াতের লোকজন।

সেদিন শিক্ষার্থীদের প্রতিনিধি দল আওয়ামী লীগের কার্যালয় পরিদর্শনের পরই তারা বুঝতে পারে যে কথা ছড়ানো হয়েছিল, সেটি ছিল উদ্দেশ্যপ্রণোদিত। আর এই গুজব ছড়ানোতে ২১টি পোর্টালকে চিহ্নিত করার কথা জানিয়েছেন পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারি।

হানিফ বলেন, ‘শিশু-কিশোরদের নিরাপদ সড়কের দাবিতে কেন্দ্র করে বিএনপি-জামায়াত চক্রান্ত করেছিল। কিন্তু গণমাধ্যম এই ঘটনাগুলো উপেক্ষা করেছে।’

‘বিএনপি-জামায়াতের আন্দোলন করার সামর্থ্য নেই, তাই তারা কোমলমতি শিশুদের ওপর ভর করেছিল। আর এই শিশুদের নাম করে ওই দিন আওয়ামী লীগ অফিসে হামলা করেছিল।’

‘তারপরও অনেক মিডিয়ায় সরকারের বিরুদ্ধে লেখা শুরু করে। কেন?’- এই প্রশ্ন রেখে হানিফ বলেন, “সাংবাদিকতার নামে এমন ‘হলুদ সাংবাদিকতা’ পৃথিবীর মধ্যে আছে কি না আমার সন্দেহ আছে।”

শিক্ষার্থীদের পক্ষ থেকে তোলা সব দাবি পূরণে সরকার পদক্ষেপ নিয়েছে জানিয়ে আওয়ামী লীগ নেতা বলেন, ‘এখনও ষড়যন্ত্র চলছে।’

গণফোরাম নেতা ড. কামাল হোসেনের প্রতি ইঙ্গিত করে হানিফ বলেন, ‘রাজনীতির কিছু সুবিধাবাদী চরিত্র, যারা জনগণের কাছে প্রতাখ্যাত হয়েছে, সেই বিখ্যাত আইনজীবীরা তৎপর হয়ে গেলেন। বিভিন্ন জায়গায় সভা, সেমিনার…। ভাবখানা এমন দেখায়, এবার কিছু একটা হবে।’

‘এই সব সুশীল বাবুদের জানিয়ে দিতে চাই, তাদের মুনাফিকের চরিত্র বাংলাদেশের জনগণের জানা আছে। আপনাদের বেইমানি জাতি বহুবার দেখেছে।’

এই আন্দোলনকে ঘিরে চক্রান্ত বাস্তবায়ন না হওয়ায় বিএনপি হতাশ হয়ে নানা অপ্রাসঙ্গিক কথা বলে যাচ্ছে বলেও মন্তব্য করেন হা‌নিফ।

‘আওয়ামী লীগ বিএনপি আতঙ্কে ভুগছে’ বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন বক্তব্যের প্র‌তি‌ক্রিয়ায় ক্ষমতাসীন দলের নেতা বলেন, ‘আমরা কেন আতঙ্কে ভুগব? আমরা গ্রাম বাংলায় দেখেছি পাগলা কুকুরকে সবাই ভয় পায়। বিএনপি কি নিজেকে সেই পাগলা কুকুর ভাবছে।’

‘যদি ভাবে, তাহলে শুধু আওয়ামী লীগ কেন, সারা বাংলাদেশের মানুষ আতঙ্কে ভুগবে।’

‘সময় শেষ হয়ে আসায় সরকার স্বৈরাচারী হয়ে উঠেছে’ বলে বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের বক্তব্যেরও জবাব দেন হানিফ। বলেন, ‘আপনারা আন্দোলনের নাম করে পেট্রল বোমা দিয়ে মানুষ মারবেন, সরকারি-বেসরকারি সম্পদ ধ্বংস করবেন, তারপর মামলা হলে আইনগত কোনো ব্যবস্থা নিলে তারপর বলবেন সরকার স্বৈরাচারী আচরণ করছে?’

‘পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, আইন সবার জন্য সমান। এ দেশে অপরাধ করে, মানুষ হত্যা করে রাজনীতির দোহাই দিয়ে পার পাবেন- সেই সুযোগ নেই। এসব ঘটনার সাথে যারা জড়িত বা হুকুম দিয়ে করিয়েছেন তাদের প্রতেকের বিচার করা হবে।’

আয়োজন সংগঠনের সভাপ‌তি বাহাদুর বেপারীর সভাপ‌তিত্বে আলোচনায় এর সাধারণ সম্পাদক সাইফুর রহমান তপন, জগন্নাথ বিশ্ব‌বিদ্যালয়ের শিক্ষক মইউদ্দিন মা‌হি প্রমুখ বক্তব্য রাখেন।

ঢাকাটাইমস/১৩আগস্ট/টিএ/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বাংলাদেশে একদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই, তখন আ. লীগ থাকবে না: আমিনুল হক

উপজেলা নির্বাচন ঘিরে তৃণমূল আ.লীগে বাড়ছে দ্বন্দ্ব

সরকারের এমপিরা ঘোষণা দিয়ে লুটপাট শুরু করেছে: এবি পার্টি

বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান ছাত্রশিবির সভাপতির

আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের

বিএনপির ভারত বিরোধিতা মানুষের কষ্ট বাড়ানোর নতুন সংস্করণ: নাছিম

ভোট ডাকাত সরকারকে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায়সঙ্গত: রিজভী

১১ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা বকুল

বর্তমান সরকার ভারতের অনুগ্রহে ক্ষমতায় বসে আছে: সাকি

জিয়াউর রহমান উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে: ওবায়দুল কাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :