শেরপুরে তিন শিবির নেতার কারাদণ্ড

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ আগস্ট ২০১৮, ২০:০৮

শেরপুরে তিন শিবির নেতাকে কারাদণ্ড দিয়েছে আদালত। সন্ত্রাস দমন আইনের মামলায় ওই তিন শিবির নেতাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়।

রবিবার দুপুরে শেরপুরের স্পেশাল জজ এম এ নূর এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত তিনজনের মধ্যে একজন পলাতক রয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন নালিতাবাড়ী উপজেলার দোহালিয়া গ্রামের আবু মাসুম ওরফে মাসুদ, একই উপজেলার পূর্ব চাঁদগাঁও গ্রামের দেলোয়ার হোসেন ও রবিউল ইসলাম।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৪ জুন বিকালে নালিতাবাড়ী উপজেলার নন্নী উত্তরবন্দ জামে মসজিদে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিলেন তারা। বৈঠকের সংবাদ পেয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে রাষ্ট্রবিরোধী জিহাদি বই ও লিফলেটসহ তাদের আটক করে।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :