সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ২১:৩৪ | প্রকাশিত : ১৩ আগস্ট ২০১৮, ২০:৫৫

সোমবার রাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। সেমিফাইনালে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভুটান। ম্যাচটি হবে ১৬ আগস্ট। একই দিনে অপর সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে নেপাল।

গত বছর এই নেপালকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। তবে এই সময়ে দারুণ উন্নতি করা নেপাল বেশ লড়েছে এ ম্যাচে। ৪৪ মিনিট পর্যন্ত তারা রুখে দেয় বর্তমান চ্যাম্পিয়নদের। তবে শেষ রক্ষা হয়নি। গোলের খাতা খুলে বাংলাদেশ খেলতে থাকে স্বমহিমায়।

বিরতিতে যাওয়ার ঠিক আগে ডিবক্সের বাইরে থেকে মারিয়ার ক্রসে পোস্টের সামনে থেকে ফরোয়ার্ড তহুরা খাতুন হেডে দলকে ১-০তে এগিয়ে নেন। টুর্নামেন্টে এটা তার তৃতীয় গোল।

বিরতির পর বাংলাদেশ ছন্দ ফিরে পায়। জোরালো আক্রমণের সামনে দাঁড়াতে পারেনি নেপাল। ৫১ মিনিটে তহুরার শট নেপালি ডিফেন্ডার প্রতিহত করলে ফিরতি বল পান মারিয়া। বাঁ পায়ের জোরালো শটে গোলকিপারকে পরাস্ত করে ২-০ গোলে বাংলাদেশকে এগিয়ে নেন মারিয়া মান্ডা।

৬৬ মিনিটে আঁখি খাতুনের লম্বা পাস থেকে বল পেয়ে সাজেদা খাতুন প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে ডিবক্সে ঢোকেন। নেপালি গোলরক্ষক সামনের দিকে এগিয়ে আসেন। কিন্তু বাংলাদেশি ফরোয়ার্ড বুদ্ধিমত্তার সঙ্গে বল জালে জড়িয়ে দেন। টুর্নামেন্টে সাজেদারও এটি ছিল তৃতীয় গোল।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :