ইথিওপিয়ায় জাতিগত দ্বন্দ্বে ৪০ জনকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ আগস্ট ২০১৮, ১১:৫৫
ফাইল ছবি

ইথিওপিয়ার পূর্বাঞ্চলে জাতিগত দ্বন্দ্বের জেরে অন্তত ৪০ জনকে হত্যা করেছে দেশটির একটি প্রাদেশিক আধাসামরিক বাহিনী।

দেশটির ওরোমিয়া আঞ্চলিক প্রশাসনের মুখপাত্র নেগেরি লেনচোর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

লেনচো জানিয়েছেন, ব্যাপক অস্ত্রে সজ্জিত সোমালি অঞ্চলের আধাসামরিক বাহিনীর সদস্যরা প্রাদেশিক সীমান্ত অতিক্রম করে ওরোমিয়ার পূর্ব হারারগে জেলায় হামলা চালিয়েছে।

‘আমরা এখনো জানিনা কেন লিয়ু বাহিনী শনি ও রবিবার ওই এলাকাগুলোতে হানা দিয়েছে। তবে আমরা জানি যে যারা নিহত হয়েছেন তারা সবাই ওরোমো নৃগোষ্ঠীর লোক। ওই হামলাগুলোয় অন্তত ৪০ জন নিহত হয়েছেন।’ বলেছেন তিনি।

এক সপ্তাহ আগে সোমালি অঞ্চলের রাজধানী জিজিগায় সংখ্যালঘু জাতিগোষ্ঠীর সম্পত্তিতে লুটপাট চালিয়েছিল উচ্ছৃঙ্খল জনতা।

গত বছরের সেপ্টেম্বরে দেশটির সোমালি ও ওরোমিয়া প্রদেশের সীমান্ত এলাকায় প্রথম জাতিগত অস্থিরতা শুরু হয়। ওই অস্থিরতা চলাকালে প্রায় ১০ লাখ লোক এলাকা ছাড়তে বাধ্য হয়েছিল।

চলতি বছরের এপ্রিলে সহিংসতা প্রায় থেমে গিয়েছিল। তবে আগস্ট মাসের শুরুতে সোমালি অঞ্চলের রাজধানী জিজিয়াতে সংখ্যালঘুদের মালিকানাধীন সম্পদ লুট করে বিত্তবানদের একটি দল।

দেশটির কেন্দ্রীয় সরকারের দাবি, আঞ্চলিক কর্মকর্তাদের দ্বারা অশান্তি ছড়িয়ে পড়েছে। তবে এটি মোকাবেলা করার চেষ্টা করছে।

লিবিয়া সরকারের এক মুখপাত্র নাম প্রকাশ না করার শর্তে জানান, সরকার অবৈধভাবে তাদেরকে (আঞ্চলিক কর্মকর্তা) পদত্যাগ করতে বাধ্য করেছিল এবং লিউ বাহিনী তাদের আদেশের আওতায় হামলা চালিয়েছিল। এই বাহিনীটি পদত্যাগ করা স্থানীয় নেতা আবদি মোহাম্মদ ওমেরের অনুগত বলেও জানান।

ঘটনার বিষয়ে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে সোমালি আঞ্চলিক কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি।

ঢাকাটাইমস/১৪আগস্ট/এমআর

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে তীব্র ক্ষোভ মমতার

ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি 

ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে ১৩ রাজ্যের ৮৮ আসনে ভোটগ্রহণ শুক্রবার

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেপ্তার করতে চায় আর্জেন্টিনা, কিন্তু কেন?

স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দায়িত্বপালন থেকে বিরত থাকবেন স্পেনের প্রধানমন্ত্রী 

ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র

ইসরায়েল-ইরান সংঘাত: সিরিয়া কি নতুন যুদ্ধক্ষেত্র হবে?

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিবে জ্যামাইকা

পাকিস্তানের পর এবার শ্রীলঙ্কা সফরে ইরানের প্রেসিডেন্ট

বিরল সফরে ইরানে উত্তর কোরিয়ার প্রতিনিধিদল

এই বিভাগের সব খবর

শিরোনাম :