মাকে মারধরের দায়ে ছেলের কারাদণ্ড

প্রকাশ | ১৪ আগস্ট ২০১৮, ১৭:০৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

গাজীপুরের শ্রীপুরের চন্নপাড়া গ্রামে মাকে মারধরের দায়ে স্বপন (৩০) নামের এক মাদকসেবী ছেলেকে  তিন দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আকতার ভ্রাম্যমাণ আদালত  পরিচালনা করেন। সাজাপ্রাপ্ত স্বপন শ্রীপুর পৌর এলাকার চন্নপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে।

শ্রীপুর থানার উপপরিদর্শক(এসআই) আশরাফুল্লা জানান, স্বপন একজন মাদকাসক্ত যুবক। তিনি নেশার টাকার জন্য প্রায়ই তার মাকে মারধর করে আসছিলেন। ছেলের অত্যাচারে তার মা মিনারা বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে বুধবার সকালে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করা হয়।  আদালত তাকে তিন দিনের কারাদণ্ড দেন। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়।

(ঢাকাটাইমস/১৪আগস্ট/প্রতিনিধি/ওআর)