চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সাকিবই

প্রকাশ | ১৪ আগস্ট ২০১৮, ১৯:৩৩ | আপডেট: ১৪ আগস্ট ২০১৮, ১৯:৩৬

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

বাঁহাতের কনিষ্ঠ আঙুলে ব্যথা নিয়ে খেলছেন সাকিব।কখনও খেলতে হয়েছে ইনজেকশন নিয়ে। কিন্তু স্থায়ী আরোগ্য পেতে অস্ত্রোপচার করতে হবে।যত দ্রুত সম্ভব তা করে ফেলতে চান সাকিব। আর সেটা করলে আগামী মাসের এশিয়া কাপে খেলা হবে না তার। যদিও সাকিবকে রেখেই এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি।

বিসিবি সভাপতির চান, সম্ভব হলে এশিয়া কাপেও ইনজেকশন নিয়ে খেলুক সাকিব।অক্টোবরে কম গুরুত্বপূর্ণ জিম্বাবুয়ে সিরিজের সময় করা যেতে পারে অস্ত্রোপচার।

তবে সবকিছু সাকিবের উপরই ছেড়ে দিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। মানে চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন সাকিবই।

নাজমুল হাসান পাপন বলেন,‘ যদি হাতে ব্যথা থাকে, তাহলে তো সে খেলতেই পারবে না। কিন্তু যদি পরে অস্ত্রোপচার করার সুযোগ থাকে তাহলে আমরা অবশ্যই চাইব যে, জিম্বাবুয়ে সিরিজ কিংবা ওয়েস্ট ইন্ডিজের সময় করলে ভালো হয় দলের জন্য।তবে পুরোটাই নির্ভর করছে ফিজিও, ডাক্তার ও সাকিবের উপর।’

বিসিবি প্রধান যোগ করেন,‘ সাকিব হজে যাওয়ার আগে আমাকে ফোন করেছিল, জিজ্ঞেস করেছিল, কি করবে। আমি ওকে বলেছি, ‘তোমার যদি হাতে ব্যথা থাকে আর যদি মনে করো এভাবে খেললে সমস্যা হবে, তাহলে অপারেশন করে ফেল।’ ঠিক এই কথাই বলেছি তাকে। এটাও বলেছি, ‘তুমি যদি মনে করো এশিয়া কাপে খেলা সম্ভব তাহলে এশিয়া কাপের পরে করো, দলের জন্য ভালো হবে। সিদ্ধান্ত তোমার উপর।’

 (ঢাকাটাইমস/১৪আগস্ট/ডিএইচ)