শহীদুলের জামিন শুনানি ১১ সেপ্টেম্বর

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ আগস্ট ২০১৮, ১৯:৩৩
ফাইল ছবি

ঢাকা সিএমএম আদালতে জামিন নামঞ্জুরের বিরুদ্ধে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেছেন ছাত্র আন্দোলনে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার আলোকচিত্রী ড. শহীদুল আলম।

মঙ্গলবার ওই আদালতে শহীদুলের পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবী। বিচারক একেএম ইমরুল কায়েস শুনানির দিন আগামী ১১ সেপ্টেম্বর ধার্য করেছেন।

এর আগে গত ৬ আগস্ট শহীদুলের জামিনের আবেদন নামঞ্জুর করে সাত দিনের রিমান্ড মঞ্জুর করে সিএমএম আদালত। এরপর গত ১২ আগস্ট রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। গত ৬ আগস্ট সিএমএম আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে। সেই আদেশের বিরুদ্ধে দায়রা আদালতে জামিনের আবেদন করলেন শহীদুল।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ওই মামলায় গত ৬ আগস্ট শহীদুল আলমের সাত দিনের রিমান্ড মঞ্জুর করার পরদিন হাইকোর্টে রিমান্ড বাতিল ও চিকিৎসা চেয়ে আবেদন করা হলে হাইকোর্ট চিকিৎসার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানোর আদেশ দেয়। এরপর আইনশৃঙ্খলা বাহিনী তাকে ওই হাসপাতালে নিলে শারীরিক পরীক্ষার পর ভর্তির প্রয়োজনীতা নেই জানিয়ে তাকে আবার রিমান্ডে পাঠিয়ে দেয়।

গত ৪ আগস্ট রাতে ধানমন্ডির বাসা থেকে ডিবি পরিচয়ে একদল লোক শহিদুলকে অপহরণ করে বলে অভিযোগ করেন তার স্ত্রী রেহনুমা আহমেদ। পরে তাকে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে গুজব ছড়ানোর অভিযোগের মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।

দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা ড. শহীদুল আলম চলমান ছাত্র বিক্ষোভ নিয়ে সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছিলেন। ওই সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিয়ে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ আনা হয়েছে মামলায়।

(ঢাকাটাইমস/১৪আগস্ট/আরজেড/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

ড. ইউনূসকে স্থায়ী জামিন দেননি শ্রম আপিল ট্রাইব্যুনাল

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: আসামিদের তিনদিনের রিমান্ড

অরিত্রীর আত্মহত্যা: চতুর্থ বারের মতো পেছাল রায় ঘোষণার দিন, কী কারণ?

অরিত্রীর আত্মহত্যা: ভিকারুননিসার ২ শিক্ষকের বিরুদ্ধে মামলার রায় আজ

বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বিকে হলের সিট ফেরত দেওয়ার নির্দেশ

আত্মসমর্পণের পর ট্রান্সকমের ৩ কর্মকর্তার জামিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :