ইতালিতে সেতু ধসে নিহত ৩৫

কমরেড খোন্দকার, ইতালি
| আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ২১:৪৩ | প্রকাশিত : ১৪ আগস্ট ২০১৮, ২০:৫৬

ইতালির উত্তরাঞ্চলীয় শহর জেনোয়া-তে একটি সড়ক সেতু ধসে অন্তত ৩৫ জন নিহত এবং ১৩ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকালে মহাসড়ক ১০-এর ওপর থাকা সেতুটি একাংশ ধসে পড়লে এ প্রাণহানির ঘটনা ঘটে।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেতুটি ভেঙে পড়ার সময় এর ধ্বংসস্তূপের নিচে বেশকিছু গাড়ি চাপা পড়ে। দুইশ দমকল কর্মী উদ্ধার কাজে অংশ নিয়েছে। প্রচণ্ড বৃষ্টির কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।

১৯৬০ সালে নির্মিত সেতুটি মোরান্দি ব্রিজ নামে পরিচিত। সর্বশেষ ২০১৬ সালে এটি মেরামত করা হয়।

অ্যাম্বুলেন্স সার্ভিসের এক কমকর্তা জানান, স্থানীয় সংবাদ মাধ্যমকে জানায়- সেতুর ৫০ মিটার নিচ পর্যন্ত ধ্বংসাবশেষ খুঁড়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। এখন পর্যন্ত জীবিত উদ্ধার করা কয়েকজনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এদের মধ্যে মহিলা ও শিশু রয়েছে।

একজন দমকল কর্মী জানান, দুর্ঘটনার সময় অন্তত ২০টি গাড়ি ছিল সেতুতে। তবে ঠিক কি কারণে এই দুর্ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। ১৯৬০ এর দশকে সেতুটি নির্মাণ করা হয়েছিল। স্থানীয় সম্প্রচার মাধ্যমের প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, পোন্তে মোরানদি সেতু ধসে অনেক ধুলা উড়ছে। ইতালিয়ান সংবাদমাধ্যমগুলো জানায়- প্রায় ২০০ মিটার ধসে গেছে। জেনেভার মেয়র মারকো বুসি বলেন, সারা শহরে শোকের ছায়া নেমে এসেছে। প্রচণ্ড বৃষ্টির মধ্যে উদ্ধার কাজ এগিয়ে চলছে।

এদিকে এ দুর্ঘটনাকে ভয়াবহ ট্রাজেডি হিসেবে আখ্যায়িত করেছেন ইতালির সড়কমন্ত্রী দ্যানিলো টনিনেল্লি।

ইতালীয় পরিবহনমন্ত্রী দানিলো তনিইলি বলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক। আমি সেখানকার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। উদ্ধার কাজ দ্রুত গতিতে চলছে।

(ঢাকাটাইমস/১৪আগস্ট/ইউরোপ ব্যুরো/এলএ)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

তীব্র গরমে বিশ্বব্যাপী বছরে ১৯ হাজার শ্রমজীবীর মৃত্যু

গাজা ইস্যুতে উত্তাল যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো 

ফের দফায় দফায় ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান

ইরানে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র নিজেরাই ধ্বংস করে ইসরায়েল!

মালদ্বীপে সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী চীনপন্থি প্রেসিডেন্ট মুইজ্জুর দল

পাকিস্তান সফরে ইরানের প্রেসিডেন্ট রাইসি 

ব্যর্থতার দায় নিয়ে ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধানের পদত্যাগ 

২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল করলো কলকাতা হাইকোর্ট

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান তুরস্কের

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ইরাকি সশস্ত্র গোষ্ঠীর রকেট হামলা  

এই বিভাগের সব খবর

শিরোনাম :