পাঁচ দিনের রিমান্ডে কুমারখালীর সেই শিক্ষক

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ আগস্ট ২০১৮, ২১:২৫

কুষ্টিয়ায় ফেসবুকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার কুমারখালীর জেএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকছেদ আলীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ-উদ-জামান এ আদেশ দেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, কুমারখালীর জেএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার ব্যবহৃত ফেসবুকে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেন। এ কারণে তাকে সোমবার রাতে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার প্রধান শিক্ষককে কোর্টে সোপর্দ করে সাত দিনের রিমান্ড চাইলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে।

(ঢাকাটাইমস/১৪আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :