আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে ক্রোয়েশিয়ার মানজুকিচ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ১২:২৭ | প্রকাশিত : ১৫ আগস্ট ২০১৮, ১১:৩৯

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ক্রোয়েশিয়ার হয়ে বিশ্বকাপের ফাইনাল খেলা তারকা মারিও মানজুকিচ। মঙ্গলবার ইনস্টাগ্রামে এক দীর্ঘ পোস্টে নিজের বিদায়ের কথা নিজেই জানালেন এই ক্রোয়াট তারকা।

ফিফা বিশ্বকাপের ২১তম আসরে নিজেদের ইতিহাসে প্রথমবারের মত বিশ্বকাপের ফাইনাল মঞ্চের টিকিট পায় ক্রোয়েশিয়া। গ্রুপ পর্ব ও নক-আউট পর্বে দারুণ পারফর্ম দিয়ে বিশ্বকাপে সবার নজর কাড়েন তারা। কিন্তু ফাইনালে ফ্রান্সের কাছে ৪-২ গোলে হেরে শিরোপা হারায় ক্রোয়াটরা।

এবারের বিশ্বকাপে তার মানজুকিচের নাম ভালো ভাবেই জড়িয়ে আছে। কেননা ফাইনালে শুরুতেই তার আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ক্রোয়েশিয়া। যদিও পরে নিজেই সেই গোল শোধ করেন তিনি।

গতকাল নিজের বিদায় নিয়ে ইনস্টাগ্রামে মানজুকিচ লিখেছেন,‘বিশ্বকাপে রানারআপ হওয়াটা আমাকে শক্তি দিয়েছে। এই সাফল্য আমাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে।’

’আসলে অবসরে যাওয়ার কোনো নির্দিষ্ট সময় নেই। সম্ভব হলে সারাজীবন জাতীয় দলের হয়ে খেলে যেতাম। এর থেকে গর্বের অনুভূতি আর কিছু হতে পারে না। কিন্তু আমি অনুভব করছি যে এখনই আমার অবসরের সময় এসে গেছে।’

(ঢাকাটাইমস/১৫আগস্ট/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :