ইকুয়েডরে বাস দুর্ঘটনায় নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ১২:২৭ | প্রকাশিত : ১৫ আগস্ট ২০১৮, ১২:১২

ইকুয়েডরে একটি বাস দুর্ঘটনায় অন্তত ২৪ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন। কলম্বিয়া ও ভেনিজুয়েলার যাত্রীবাহী একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। দেশটির জরুরী বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।

কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে অজ্ঞাত সংখ্যক ভেনিজুয়েলা ও কলম্বিয়ার নাগরিক রয়েছে। তাদের দুর্ঘটনা সম্পর্কে দেশ দু’টির দূতাবাসকে অবহিত করা হয়েছে।

ইকুয়েডরের রাজধানী কুইটোর নিরাপত্তা সচিব জুয়ান জাপাতা জানান, ‘নিহতদের অধিকাংশই কলম্বিয়ান নাগরিক’।

কুইটোর জরুরি কার্যনির্বাহী কমিটির প্রধান ক্রিস্টিয়ান রিভেরা বলেন, ‘বাসটিতে বিদেশী লাইসেন্স প্লেট ছিল। কুইটো থেকে ৩০ কিলোমিটার পূর্বে একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বাসটি ঢালু পথ দিয়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এরপর রাস্তার পাশে তিনটি ছোট বাড়ির সঙ্গে সজোরে ধাক্কা লাগে।‘ তিনি টুইটারে বলেন, ‘আমরা নিহতদের পরিবরের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

ঢাকাটাইমস/১৫আগস্ট/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :