নিউজিল্যান্ডের নতুন কোচ গ্যারি স্টেড

প্রকাশ | ১৫ আগস্ট ২০১৮, ১৪:০৭

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

নিউজিল্যান্ডের নতুন কোচের দায়িত্ব পেলেন দেশটির সাবেক ক্রিকেটার গ্যারি স্টেড। আগামী দুই বছরের জন্য কিউই দলের দায়িত্বে থাকবেন সাবেক এই ব্যাটসম্যান।

নতুন কোচের অধীনে ২০১৯ বিশ্বকাপ খেলবে নিউজিল্যান্ড। অবশ্য এর আগেও ভিন্ন দলের হয়ে দুটি বিশ্বকাপের অভিজ্ঞতা রয়েছে স্টেডের। তার অধীনে ২০০৯ বিশ্বকাপ ও ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনাল খেলেছে নিউজিল্যান্ডের মেয়েদের দল।

ক্রিকেটার হিসেবে স্টেড ছিলেন একজন টপ অর্ডার ব্যাটসম্যান। তবে ক্রিকেট ক্যারিয়ারে বেশ একা ভালো করতে পারেননি তিনি। ১৯৯৯ সালে তিনি প্রথম সুযোগ পান নিউজিল্যান্ডের টেস্ট দলে। সেই বছরই টোটাল পাঁচ ম্যাচ খেলে করেছেন দুই ফিফটি এবং তার গড় ছিলো ৩৪.৭৫। তবে বড় কোন ইনিংস খেলতে না পারার কারণে জাতীয় দলে আর সুযোগ মেলেনি তার।

(ঢাকাটাইমস/১৫আগস্ট/এইচএ)