ফরিদপুরে জাতীয় শোক দিবস পালিত

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ আগস্ট ২০১৮, ১৬:২৭

নানা কর্মসূচিতে ফরিদপুরে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে পৃথক দুটি শোক র‌্যালি বের হয়।

এছাড়াও জেলা যুবলীগ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে রক্ত দান কর্মসূচি পালন করে।

শোক র‌্যালি দুইটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি রাজেন্দ্র কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এসময় র‌্যালির নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, নাজমুল ইসলাম খন্দকার লেভী, এ এইচ এম ফোয়াদ, চৌধুরী বরকত ইবনে সালাম প্রমুখ।

পরে সেখানে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এলজিআরডি মন্ত্রীর পক্ষে জেলা প্রশাসক ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও শ্রেণি পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান।

এছাড়াও যুবলীগের আয়োজনে শোক দিবসে রক্ত দান কর্মসূচি উদ্বোধন করেন জেলা যুবলীগের সভাপতি এএইচ এম ফোয়াদ।

অতঃপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর আলোচনা সভা হয়।

জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় পুলিশ সুপার মো. জাকির হোসেন খাঁন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেন মৃধা, জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান প্রমুখ বক্তব্য দেন।

(ঢাকাটাইমস/১৫আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :