ইতালিতে সেতু ধস, নিহতের সংখ্যা বেড়ে ৩৯

কমরেড খোন্দকার, ইতালি
| আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ১৮:১০ | প্রকাশিত : ১৫ আগস্ট ২০১৮, ১৭:৪৭

ইতালির উত্তরাঞ্চলীয় শহর জেনভায় একটি সড়ক সেতু ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে।এদের মধ্যে তিনজন শিশু রয়েছে এবং এখনো কয়েকজন নিখোঁজ আছে বলে স্থানীয় গণমাধ্যম টিজিকম.২৪ সূত্রে জানা গেছে।

স্থানীয় গণমাধ্যমের মতে, ধ্বংসস্তূপের মধ্যে এখনো অনেকে চাপা পড়ে আছে। স্থানীয় সময় মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মহাসড়ক ১০-এর ওপর থাকা সেতুটির একাংশ ধসে পড়লে এ প্রাণহানির ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেতুটি ভেঙে পড়ার সময় এর ধ্বংসস্তূপের নিচে বেশকিছু গাড়ি চাপা পড়ে। দুইশ দমকল কর্মী গতকাল থেকে উদ্ধার কাজে নিয়োজিত আছে।

১৯৬০ সালে নির্মিত সেতুটি ‘মোরান্দি ব্রিজ’ নামে পরিচিত। সর্বশেষ ২০১৬ সালে এটি মেরামত করা হয়।

একজন দমকলকর্মী জানান, দুর্ঘটনার সময় অন্তত ২০টি গাড়ি ছিল সেতুতে। তবে ঠিক কি কারণে এই দুর্ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। তবে একজন প্রত্যক্ষদর্শী বলেন, তিনি প্রচণ্ড বৃষ্টির মধ্যে সেতুর উপর তীব্র বজ্রপাত হতে দেখেছেন।

স্থানীয় সম্প্রচারমাধ্যমের প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, পোন্তে মোরানদি সেতুর প্রায় ২০০ মিটার ধসে গেছে।

জেনেভার মেয়র মারকো বুসি বলেন, সারাশহরে শোকের ছায়া নেমে এসেছে। প্রচণ্ড বৃষ্টির মধ্যে উদ্ধার কাজ এগিয়ে চলছে।

একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ইয়ান ফার্থ বলেন, মোরান্ডি সেতুর ডিজাইন ছিল খুব অভিনব। কেন এটি ধসে পড়ল- তা বলা কঠিন। তবে যেহেতু রি-ইনফোর্সড কংক্রিটের ব্রিজটি ৫০ বছরের বেশি পুরনো, তাই এমন হতে পারে যে এর ভেতরের কিছু জিনিস ক্ষয়ে গিয়েছিল।

এদিকে এ দুর্ঘটনাকে ভয়াবহ ট্রাজেডি হিসেবে আখ্যায়িত করেছেন ইতালির সড়কমন্ত্রী দ্যানিলো টনিনেল্লি। ইতালীয় পরিবহন মন্ত্রী দানিলো তনিইলি বলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক। আমি সেখানকার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। উদ্ধার কাজ দ্রুত গতিতে চলছে।

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাথেও সালভিনি বলেন, সেতু দুর্ঘটনা প্রমাণ করে- ইতালি তার ব্যয় সংকোচনের চেয়ে বরং অবকাঠামো খাতে ব্যয় বৃদ্ধিকেই বেশি গুরুত্ব দিতে হবে।

(ঢাকাটাইমস/১৫আগস্ট/ইউরোপ ব্যুরো প্রধান/এলএ)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ইরান-ইসরায়েল দুপক্ষই মিথ্যাচার করছে: এরদোয়ান

ইসরায়েলকে ‘সর্বোচ্চ পর্যায়ের’ জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

প্যারিসে ইরানি কনস্যুলেটে বিস্ফোরক আতঙ্ক, সন্দেহভাজন আটক

ভারতে লোকসভা নির্বাচনের প্রথম পর্বের ভোটগ্রহণ শেষ 

ইরানে হামলায় অংশ নেয়নি যুক্তরাষ্ট্র: ব্লিঙ্কেন

ইসরায়েলের বিরুদ্ধে এখনই প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা নেই: ইরানি কর্মকর্তা

ইরান-ইসরায়েল উত্তেজনায় বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

ফিলিস্তিনকে পূর্ণ সদস্য পদ দেওয়ার প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

ইরানে হামলার আগে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়েছিলো ইসরায়েল: মার্কিন কর্মকর্তা

পাকিস্তানের জাপানি নাগরিকদের গাড়ি লক্ষ্য করে আত্মঘাতি বোমা হামলা, হতাহত ৫

এই বিভাগের সব খবর

শিরোনাম :