শাহ আমানতে সোনার ৩২ বার উদ্ধার

ব্যুরো প্রধান, চট্টগ্রাম
 | প্রকাশিত : ১৫ আগস্ট ২০১৮, ১৮:৩৬

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ৩২টি সোনার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা।

বুধবার সকাল ৭টা ৫৫ মিনিটে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, আঞ্চলিক কার্যালয়, চট্টগ্রাম-এর বিমানবন্দর ইউনিট শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণকৃত দুবাই হতে আগত বাংলাদেশ বিমান এর বিজি ১৪৮ ফ্লাইট হতে পরিত্যক্ত একটি ব্যাগ থেকে মোট ৩২টি সোনার বার উদ্ধার করে।

গোপন সংবাদে বিমানবন্দর ইউনিটের সহকারী পরিচালক আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদের নেতৃত্বে বিমান অবতরণের পূর্বেই শুল্ক গোয়েন্দার সকল কর্মকর্তা বিমানবন্দরের বিভিন্ন স্থানে অবস্থান গ্রহণ করেন।

গোপন সংবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কর্মকর্তারা একটি ব্যাগ উদ্ধার করেন।

পরে ওই ব্যাগ তল্লাশি করে ৩২টি স্বর্ণবার উদ্ধার করেন তারা।

২৪ ক্যারেটের এই স্বর্ণবারসমূহের মোট ওজন ৩ কেজি ৭৩০ গ্রাম ও আনুমানিক মূল্য এক কোটি ষাট লাখ টাকা বলে জানা যায়।

(ঢাকাটাইমস/১৫আগস্ট/জেজে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বন্দর নগরী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা