এক ছাগলের দাম দুই লাখ ৯০ হাজার

কাজী রফিকুল ইসলাম, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ২০:৫৩ | প্রকাশিত : ১৫ আগস্ট ২০১৮, ১৯:৫১

মোটামুটি বড়সড় তিনটি গরুর দামে একটি ছাগল। শুনে অবাক হওয়ার কথা। কিন্তু ঘটনা সত্য। ১৬৫ কেজি ওজনের ছাগলটি বিক্রি হয়েছে ২ লাখ ৯০ হাজার টাকায়।

কোরবানি ঈদ সামনে রেখে ভারতীয় আজমিরি জাতের ছাগলটি বিক্রি করেছে রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ সংলগ্ন সাতমসজিদ হাউজিংয়ের সাদিক এগ্রো। দুই দিন আগে বিক্রি হওয়া ছাগলটি এখন ওই খামারেই আছে। ঈদের আগে সেটি পৌঁছে দেয়া হবে ক্রেতার বাড়ি।

চলতি বছর সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া এই ছাগলটির উচ্চতা তিন ফুট এবং লম্বায় চার ফুট। এই খামার থেকেই এবারের সবচেয়ে বেশি দামে- ২৮ লাখ টাকা- বিক্রি হয়েছে একটি গরু।

দুই লাখ ৯০ হাজার টাকায় বিক্রি হওয়া ছাগলটির আকারের আর কোনো ছাগল নেই সাদিক এগ্রোতে। তবে শত কেজি ওজনের বেশ কিছু ছাগল এখনো আছে বলে ঢাকাটাইমসকে জানান খামার কর্তৃপক্ষ।

সাদিক এগ্রোর সাত মসজিদ হাউজিং খামারটির ব্যবস্থাপনার দায়িত্বে আছেন মো. সুমন খান। ঢাকাটাইমসকে তিনি বলেন, '১৬৫ কেজি ওজনের যে ছাগলটি আমরা বিক্রি করেছি, এত বড় ছাগল আমাদের এখানে আর নেই। তবে, বড় আকারের ছাগল আরও অনেক আছে। মূল্য এক লাখ টাকার ওপর।' এ খামারে ১ লাখ টাকার কম মূল্যের ছাগল নেই বলে জানান তিনি।

এখানে দেশি ছাগল কিনতে গুনতে হচ্ছে কমপক্ষে এক লাখ টাকা। আকার ও ওজন ভেদে দুই লাখ টাকার মধ্যে মিলছে এসব ছাগল।

এ ছাড়া রয়েছে ভারতীয় ছাগলের কয়েকটি জাত। এর মধ্যে চাহিদায় এগিয়ে আজমিরি ছাগল।

দেশের অন্যতম বৃহৎ আয়তনের এগ্রো ফার্মটি গত বছর দুবাইয়ের বেশ কিছু জাতের ছাগল বিক্রি করলেও এবার সেখানে তা চোখে পড়েনি।

প্রতি বছরের মতো এবারও বিক্রি হচ্ছে দুম্বা। ভারতীয় জাতের এসব দুম্বা বিক্রি হচ্ছে দেড় লাখ থেকে আড়াই লাখ টাকায়।

এ ছাড়া কোরবানির মূল চাহিদা গরু তো রয়েছেই। ছোট জাতের দেশি ষাঁড় থেকে শুরু করে আট থেকে দশ জাতের গরু বিক্রি হচ্ছে এই খামারে। এখান থেকেই এবারের সবচেয়ে বেশি দামের গরুটি বিক্রি হয়েছে কয়েক দিন আগে। পাঁচ ফুট উচ্চতা আর নয় ফুটের বেশি লম্বা গরুটি বিকিয়েছে ২৮ লাখ টাকায়।

এখনো পর্যন্ত দর্শনার্থীর পরিমাণ বেশি থাকলেও শুক্রবার থেকে ক্রেতা আনাগোনা পুরোদমে শুরু হওয়ার আশা করছেন খামার সংশ্লিষ্টরা।

(ঢাকাটাইমস/১৫আগস্ট/মোআ)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

বয়কটের ডাকে অর্ধেকে নেমেছে তরমুজের দাম, তবুও ক্রেতা নেই

দুঃস্থ ও অসহায়দের মাঝে জনতা ব্যাংকের ইফতার সামগ্রী বিতরণ

ঈদ উৎসব মাতাতে ‘ঢেউ’য়ের ওয়েস্টার্ন সংগ্রহ

৮ হাজার কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন একনেকে

সিটি ব্যাংকের ২০২৩ সালের মুনাফা ৬৩৮ কোটি টাকা, বেড়েছে ৩৩%

ঈদ অফারে বিনামূল্যে মিনিস্টারের রেফ্রিজারেটর পেলেন আসাদুজ্জামান সুমন

সোনালী ব্যাংকে ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনাসভা

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৭টি নতুন উপশাখার উদ্বোধন

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে পল্লী সঞ্চয় ব্যাংকের শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে কর্মসংস্থান ব্যাংকের শ্রদ্ধা

এই বিভাগের সব খবর

শিরোনাম :