‘বঙ্গবন্ধু দেখে যান, আপনার বাংলাদেশ সমৃদ্ধ হচ্ছে’

প্রকাশ | ১৫ আগস্ট ২০১৮, ২০:৫৯

ওয়াসেক বিল্লাহ

ভদ্রলোকের বাড়ি জয়পুরহাটের ক্ষেতলাল। তার রিকশায় বসে একজনকে বলছিলাম, সেদিন একজন রিকশাচালককে পেয়েছি যার ছেলে নবম শ্রেণিতে পড়ে, কখনও দ্বিতীয় হয়নি। সঙ্গে সঙ্গে হাসিমুখে বললেন, 'আমার বড় ছওল ইনভার্সিটত পড়ে'।

-কোথায়?

-'গাবতলী'।

-বগুড়ার? '

-না, ঢাকাত'।

-কোনটায়?

-'ইনডিপেন না কি যেন'।

-'ইকশা চলায়ে লেখাপড়া করাছি। এখন আর দিতে হয় না।'

-কোন বিষয়ে পড়ে?

-'কম্পুটার'।

-কবে শেষ হবে?

-'আর এক বছর লাগবে'।

-আর ছেলেমেয়ে আছে?

-'আরেক ছওল, ক্ষেতলালত পড়ে।'

-কোন ক্লাসে?

-'ডিপ্লোমা, আর কিছু বলতে পারি না।'

বঙ্গবন্ধু দেখে যান, শত বাধা আর প্রতিবন্ধকতার মধ্যেও আপনার বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সমৃদ্ধির পানে।

লেখক: যুগ্ম সম্পাদক, ঢাকাটাইমস