শোক দিবসের সভায় তিন হাজার হতদরিদ্র অতিথি

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ আগস্ট ২০১৮, ২১:৪৭

জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়ন পরিষদে ব্যতিক্রমীভাবে পালিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস।

এ উপলক্ষে বুধবার সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত ভাদসা ইউপি’র উদ্যোগে দুর্গাদহ বালিকা উচ্চ বিদ্যালয়ে আমন্ত্রিত অতিথি ছিলেন ইউনিয়নের প্রায় তিন হাজার হতদরিদ্র মানুষ- যারা সরকারের বিভিন্ন সুবিধা পেয়ে আসছেন।

অনুষ্ঠানে ভাদসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য সামছুল আলম দুদু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম সোলাইমান আলী, দপ্তর সম্পাদক মিজানুর রহমান টিটু, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তিতাস মোস্তফা।

সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আমন্ত্রিত তিন হাজার দরিদ্র নারী-পুরুষ সকলের জন্য ছিল দুপুরের খাবারের আয়োজন। এধরনের অনুষ্ঠানে চিঠির মাধ্যমে দাওয়াত পেয়ে অত্যন্ত খুশি এসব অবহেলিত মানুষ।

(ঢাকাটাইমস/১৫আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :