ইতালিতে জাতীয় শোক দিবস পালন

প্রকাশ | ১৫ আগস্ট ২০১৮, ২২:২২

কমরেড খোন্দকার, ইতালি

যথাযথ মর্যাদা, ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালন করেছে মিলান কনস্যুলেট ইতালি।

স্থানীয় সময় বুধবার সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শন এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্যদিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়।

আলোচনা সভার শুরুতেই কনস্যাল মো. রফিকুল করিম পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন এবং কনস্যাল সামচুল আহসান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন।

কনস্যুলার জেনারেল ইকবাল আহম্মেদ তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার স্বপ্নকে বাস্তবায়ন করাই এখন আমাদের সামষ্টিক কর্তব্য এবং এ জন্য আমাদের সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে।

তিনি শোককে শক্তিতে রূপান্তরিত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার উদাত্ত আহ্বান জানান।

এ সময় মিলান প্রবাসী আ’লীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মিলান এবং আশেপাশের শহরের প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৫আগস্ট/ইউরোপ ব্যুরো প্রধান/এলএ)