আন্দ্রে রাসেলদের টানা তৃতীয় জয়

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ১০:২৭ | প্রকাশিত : ১৬ আগস্ট ২০১৮, ০৯:১৬

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বৃহস্পতিবারের ম্যাচে সেইন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ৪৭ রানে জয় পেয়েছে আন্দ্রে রাসেলের দল জ্যামাইকা তালাওয়াশ। এটি তাদের টানা তৃতীয় জয়। তিন ম্যাচ খেলে তিনটিতেই জয় পেয়ে পয়েন্ট টেবিলে এখন প্রথম অবস্থানে রয়েছে জ্যামাইকা তালাওয়াশ। আর তিন ম্যাচ খেলে একটিতে জয় পেয়ে পঞ্চম অবস্থানে রয়েছে ক্রিস গেইলের দল সেইন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।

বৃহস্পতিবার কিংস্টনে অনুষ্ঠিত ম্যাচটিতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ১৭৮ রান সংগ্রহ করে জ্যামাইকা তালাওয়াশ। দলের পক্ষে ২৪ বলে ৪৯ রান করেন কেনার লুইস। ৩৮ বলে ৪১ রান করেন গ্লেন ফিলিপস। ৩৫ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন রস টেইলর। সেইন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের পক্ষে সন্দ্বীপ লামিচানে ২টি, কার্লোস ব্র্যাথওয়েট ১টি ও বেন কাটিং ১টি করে উইকেট শিকার করেন।

পরে সেইন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটে ১৩১ রান সংগ্রহ করে। দলের পক্ষে মাহমুদউল্লাহ রিয়াদ ১৫ বলে ২২ রান করেন। ২৪ রান করেন অধিনায়ক ক্রিস গেইল। ১৩ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন শেল্ডন কটরেল। জ্যামাইকা তালাওয়াশের বোলারদের মধ্যে ওশানে থমাস ১টি, ক্রিসমার সান্তোকি ২টি, স্টিভেন জ্যাকবস ১টি, আন্দ্রে রাসেল ১টি, অ্যাডাম জাম্পা ২টি ও ইমাদ ওয়াসিম ২টি করে উইকেট শিকার করেন।

ম্যাচের হাইলাইটস:

(ঢাকাটাইমস/১৬ আগস্ট/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বাংলাদেশের নতুন স্পিন কোচ কিংবদন্তি মুশতাক আহমেদ

পেনাল্টি নিতে খেলোয়াড়দের ধাক্কাধাক্কি, কড়া হুঁশিয়ারি কোচ পচেত্তিনোর

উইজডেনের বর্ষসেরার তালিকায় অস্ট্রেলিয়ার তিন ও ইংল্যান্ডের দুইজন

সার্বিয়ান ওপেনে ইরানি নারী তায়কোয়ান্দোদের ২ পদক

এগিয়ে থাকলেও পিএসজিকে সমীহ করছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ

অবসর ভেঙে তামিম ও মুশফিককে টি-টোয়েন্টি দলে ফেরানোর ব্যাপারে যা বললেন শান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বেশি প্রত্যাশা না রাখার অনুলোধ শান্তর!

উইজডেনের ‘লিডিং ক্রিকেটার’ কামিন্স ও ব্রান্ট

বেঙ্গালুরুর একাদশে না থাকার রহস্য ভাঙলেন ম্যাক্সওয়েল

তাসকিনের বিশ্রাম ও আইপিএল খেলতে না দেওয়া নিয়ে যা বলছে বিসিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :